শুক্রবার, 20 জুন 2025
Logo
  • শুক্রবার, ২০ জুন ২০২৫

কান্দিতে ৭ খুদে পড়ুয়া নিয়ে নয়ানজুলিতে পড়ল টোটো

খুদে সাত স্কুলপড়ুয়াকে নিয়ে প্রায় ১৫ফুট নিচু নয়ানজুলিতে পড়ে গেল টোটো। শুক্রবার কান্দি শহরের বাণী সঙ্ঘের মাঠের কাছে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।

কান্দিতে ৭ খুদে পড়ুয়া নিয়ে নয়ানজুলিতে পড়ল টোটো

সংবাদদাতা, কান্দি: খুদে সাত স্কুলপড়ুয়াকে নিয়ে প্রায় ১৫ফুট নিচু নয়ানজুলিতে পড়ে গেল টোটো। শুক্রবার কান্দি শহরের বাণী সঙ্ঘের মাঠের কাছে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় টোটোয় থাকা সাত পড়ুয়া রক্ষা পেয়েছে। কান্দি মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাদের বাড়ি পাঠানো হয়।
এদিন একটি বেসরকারি বিদ্যালয় ছুটির পর টোটোয় করে সাত খুদে পড়ুয়াকে বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছিল। তাদের কারও বয়স পাঁচ, কারও একটু বেশি। ছুটির পর সবাই হইহুল্লোড় করে বাড়ি ফিরছিল। কিন্তু, পথে টোটো চালকের জুতো রাস্তায় পড়ে যায়। টোটো থামিয়ে তিনি জুতো আনতে যান। তার মধ্যেই দুর্ঘটনা ঘটে যায়।
টোটো চালক কিছুটা এগিয়ে যেতেই এক পড়ুয়া টোটোর অ্যাক্সিলেটরে পা দিয়ে চাপ দেয়। ফলে টোটো চলতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যে স্বরূপখাল নামে একটি নয়ানজুলিতে সেটি পড়ে। পড়ুয়াদের চিৎকার শুনে স্থানীয়রা কচুরিপানা ও জলভর্তি নয়ানজুলিতে নেমে তাদের উদ্ধার করেন। খবর পেয়ে কান্দি থানার পুলিস পৌঁছে ওই স্কুলপড়ুয়াদের হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। দুর্ঘটনার পর টোটো চালককে আর সেখানে দেখা যায়নি। ওই বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক প্রবীর সিনহা বলেন, টোটোয় স্কুলের সাতজন ছাত্র ছিল। তাদের প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। আগামীতে টোটো চালকদের সতর্ক থাকতে বলা হবে। কান্দি পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক বলেন, নয়ানজুলির এই অংশ রেলিং দিয়ে ঘিরে দেওয়ার ব্যবস্থা করা হবে। যাতে আগামী দিনে এধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়।