আজ অক্ষয় তৃতীয়ায় সোনা ও রুপোয় দেশে ১৬ হাজার কোটির ব্যবসার আশা
সোনার দাম চড়া। অনেকটাই বেড়েছে রুপোর দরও। তবুও আজ, বুধবার অক্ষয় তৃতীয়ায় ব্যবসায় লক্ষ্মীলাভের আশা দেখছে স্বর্ণশিল্প মহল।

বর্তমান ওয়েবডেস্ক
মে ২, ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোনার দাম চড়া। অনেকটাই বেড়েছে রুপোর দরও। তবুও আজ, বুধবার অক্ষয় তৃতীয়ায় ব্যবসায় লক্ষ্মীলাভের আশা দেখছে স্বর্ণশিল্প মহল। তাদের আশা, দেশজুড়ে আজ প্রায় ১৬ হাজার কোটি টাকার ব্যবসা হবে শুধু সোনা-রুপোতেই।
দিল্লি তো বটেই, কলকাতাতেও ইতিমধ্যেই এক লক্ষ টাকার সীমা পেরিয়েছে হলুদ ধাতুর দর। যদিও তাতে সামান্য লাগাম টেনে মঙ্গলবার শহরে ২৪ ক্যারেট বিশুদ্ধতার ১০ গ্রাম সোনার দাম গিয়েছে ৯৭ হাজার টাকা। গয়না সোনার দাম ছিল ১০ গ্রাম পিছু ৯২ হাজার ২০০ টাকা। বাজার বিশেষজ্ঞরা বলছেন, গতবছর অক্ষয় তৃতীয়ায় সোনার দর ছিল প্রায় ৭৩ হাজার টাকা। অর্থাৎ এবার দাম বেড়েছে অনেকটাই। কিন্তু কেনাকাটায় নেতিবাচক প্রভাব ততটা পড়বে না বলেই মনে করছে স্বর্ণশিল্প মহল।
অল ইন্ডিয়া জুয়েলার্স অ্যান্ড গোল্ডস্মিথ ফেডারেশনের বক্তব্য, অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে এবার দেশে প্রায় ১২ টন সোনার গয়না বিক্রি হবে। প্রায় ১২ হাজার কোটি টাকার ব্যবসা হতে পারে শুধু সোনা থেকেই। চারশো টনের কাছাকাছি বিক্রি হতে পারে রুপোর গয়না ও অন্যান্য সামগ্রী। সেক্ষেত্রে ব্যবসার পরিমাণ আরও চার হাজার কোটি টাকা বাড়বে। দাম আরও একটু নাগালে থাকলে এই বিক্রির অঙ্ক আরও অনেকটাই বাড়তে পারত বলে মনে করছে সংগঠনটি। তাদের বক্তব্য, ২০২৩ সালে অক্ষয় তৃতীয়ায় দেশজুড়ে ভালো ব্যবসা হয়েছিল। কিন্তু ২০২৪ সালে লোকসভা নির্বাচন পর্ব চলায়, এই পুণ্যতিথিতে বিক্রিবাটা ততটা আশানুরূপ হয়নি। কিন্তু এবার সেই খরা কাটবে বলেই মনে করা হচ্ছে।
স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন, যাঁরা সোনা কিনবেন, তাঁরা হয়তো বাজেটে কাটছাঁট করবেন না। ফলে টাকার অঙ্ক এক রেখে সোনার পরিমাণ কমাবেন। যেহেতু হাল্কা ওজনের গয়নার চাহিদাও তুঙ্গে, তাই তার বাজার ভালো যাবে বলেই মনে করছেন তাঁরা। অনেকেই হীরের গয়নায় ঝুঁকছেন। তাই গ্রহরত্নের বিক্রিবাটা নিয়েও আশাবাদী তাঁরা। ক্রেতাদের প্রতি অল ইন্ডিয়া জুয়েলার্স অ্যান্ড গোল্ডস্মিথ ফেডারেশনের আবেদন, তাঁরা যেন গয়না কেনার ক্ষেত্রে পাকা রসিদ নেন এবং হলমার্কযুক্ত গয়নাই কেনেন। সেক্ষেত্রে তাঁরা ঠকবেন না এবং লাভবান হবেন।
related_post
রাশিফল
-
আজকের রাশিফল
- post_by Admin
- জুন 19, 2025
অমৃত কথা
-
জগৎ
- post_by বর্তমান
- জুন 19, 2025
আজকের দিনে
-
ইতিহাসে আজকের দিন
- post_by Admin
- জুন 19, 2025
এখনকার দর
-
রুপোর দাম
- post_by Admin
- জুন 19, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুন 19, 2025
-
ইউরো
- post_by Admin
- জুন 19, 2025
-
ডলার
- post_by Admin
- জুন 19, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুন 19, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুন 19, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুন 19, 2025