এই জয় বদলে দিতে পারে গতিপথ, মন্তব্য হার্দিকের
দু’টি পরাজয়ের পর জয়ের সরণিতে ফিরল মুম্বই ইন্ডিয়ান্স। রবিবার ফিরোজ শাহ কোটলায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নাটকীয় জয় ছিনিয়ে নিল পাঁচবারের চ্যাম্পিয়নরা।

বর্তমান ওয়েবডেস্ক
এপ্রিল ২২, ২০২৫
নয়াদিল্লি: দু’টি পরাজয়ের পর জয়ের সরণিতে ফিরল মুম্বই ইন্ডিয়ান্স। রবিবার ফিরোজ শাহ কোটলায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নাটকীয় জয় ছিনিয়ে নিল পাঁচবারের চ্যাম্পিয়নরা। একসময় যদিও করুণ নায়ারের ব্যাটিংয়ে মনে হচ্ছিল, দিল্লি ক্যাপিটালস জয়ের দোরগোড়াতেই পৌঁছে গিয়েছে। ৬ ম্যাচে পকেটে ৪ পয়েন্ট, মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়ার গলায় শোনা গিয়েছে স্বস্তির সুর। তিনি বলেছেন, ‘জয় সবসময়ই স্পেশাল। বিশেষ করে এমন ধরনের হাড্ডাহাড্ডি ম্যাচে। যতই কঠিন হোক পরিস্থিতি, লড়াই ছাড়লে চলে না। করুণ যেভাবে ব্যাট করছিল তাতে অসহায় লাগছিল। ওকে কীভাবে আউট করা সম্ভব, বুঝতেই পারছিলাম না। একাধিক দুরন্ত শট উপহার দিয়েছে ও। যথেষ্ট হোমওয়ার্ক করেই ও খেলতে নেমেছিল। সত্যিই করুণ আমাদের চমকে দিয়েছে।’
ম্যাচের সেরা হয়েছেন মুম্বইয়ের লেগস্পিনার কর্ণ শর্মা। তাঁর ঝুলিতে ৩ উইকেট। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে তাঁকে নামানোর জন্য মুম্বই কোচ মাহেলা জয়বর্ধনেকে বলেছিলেন রোহিত শর্মা। ১১ ওভারের পর বল পাল্টানোর জন্যও উদ্যোগী হন তিনি। রোহিতের ক্রিকেট মস্তিষ্কের সেজনই বড় অবদান রয়েছে এই জয়ে। তবে ব্যাট হাতে তিনি হতাশ করেই চলেছেন। দিল্লির বিরুদ্ধে তিলক ভার্মা, রায়ান রিকলটন, সূর্যকুমার যাদব ও নমন ধীরের সম্মিলিত প্রচেষ্টায় দুশোর গণ্ডি পেরয় মুম্বই। হার্দিক বলেছেন, ‘ব্যাটসম্যানরা পরিস্থিতি অনুসারে খেলেছে। ফর্মে থাকা ক্রিকেটাররা যত বেশি বল খেলবে, দায়িত্ব নেবে, রান তত বাড়বে। পরের দিকে অবশ্য শিশির পড়ায় বোলারদের সমস্যা হচ্ছিল। আমরা অবশ্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছি। জানতাম কয়েকটা উইকেট পেলেই ঘুরবে খেলা। ছেলেদের বলেছিলাম— কিপ ফাইটিং। এই জয় তাই এত গুরুত্বপূর্ণ। অতীতে অনেকবারই একটা জয় বদলে দিয়েছিল গতিপথ। এবারও তা হতেই পারে।’
কর্ণ শর্মার প্রশংসা করে হার্দিকের মন্তব্য, ‘ও লড়াকু মানসিকতার পরিচয় রাখল। মাত্র ৬০ মিটার দূরে বাউন্ডারি হলেও ফ্লাইট করাতে ভয় পায়নি।’ স্বয়ং কর্ণ বলেছেন, ‘ভাবিনি শিশির পড়বে। প্রথম ইনিংসে একদমই শিশির ছিল না। বল বদলানোয় সেজন্যই উপকৃত হয়েছি।’ ২০১৭ সালে ট্রফিজয়ী মুম্বই দলে ছিলেন তিনি। নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজিতে প্রত্যাবর্তন নিয়ে কর্ণের প্রতিক্রিয়া, ‘৬-৭ বছর পর মুম্বইয়ে ফিরতে পেরে খুশি। বল করতে যখন এসেছিলাম তখন প্রতি ওভারে ১০-১১ করে রান উঠছিল। আমি তাই উইকেট নেওয়ার জন্য ঝাঁপিয়েছি। এমন ম্যাচে উইকেট নেওয়া জরুরি।’
related_post
এখনকার দর
-
রুপোর দাম (২৭/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 27, 2025
-
ডলার (২৬/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 26, 2025
-
পাউন্ড (২৬/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 26, 2025
-
ইউরো (২৬/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 26, 2025
-
রূপোর দাম (২৬/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 26, 2025
-
নিফটি ৫০ (২৫/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 25, 2025