শনিবার, 19 জুলাই 2025
Logo
  • শনিবার, ১৯ জুলাই ২০২৫

দেশজুড়ে প্রধানমন্ত্রী স্কলারশিপ কর্মসূচিতে বিশেষ সাড়া নেই, রিপোর্ট শিক্ষামন্ত্রকেরই

দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়ার জন্য দরিদ্র মেধাবী পড়ুয়াদের জন্য কয়েক বছর আগেই আর্থিক সহযোগিতা প্রদানের বন্দোবস্ত করেছে মোদি সরকার। 

দেশজুড়ে প্রধানমন্ত্রী স্কলারশিপ কর্মসূচিতে বিশেষ সাড়া নেই, রিপোর্ট শিক্ষামন্ত্রকেরই

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়ার জন্য দরিদ্র মেধাবী পড়ুয়াদের জন্য কয়েক বছর আগেই আর্থিক সহযোগিতা প্রদানের বন্দোবস্ত করেছে মোদি সরকার। কিন্তু সেই প্রধানমন্ত্রী স্কলারশিপ কর্মসূচিতে তেমন সাড়া নেই গোটা দেশেই। লক্ষ্যণীয় বিষয় হল, কয়েকটি রাজ্য ছাড়া প্রায় কোথাও এক বছরে এহেন বৃত্তি প্রদানের পরিমাণ দু’অঙ্কে পৌঁছয়নি। সম্প্রতি এই পরিসংখ্যান প্রকাশ পেয়েছে শিক্ষামন্ত্রকেরই একটি রিপোর্টে। স্বাভাবিকভাবে গোটা বিষয়টিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে শিক্ষা বিশেষজ্ঞ মহল। আপাতত এর সময়সীমা রাখা হয়েছে ২০২৬ সাল পর্যন্ত। প্রশ্ন উঠছে, তারপর এহেন কর্মসূচি আদৌ চালু রাখা হবে কি? সরকারি সূত্রে খবর, শীঘ্রই এই ব্যাপারে রাজ্যগুলির সঙ্গে বৈঠক করতে পারে শিক্ষামন্ত্রক। সেক্ষেত্রে সচিব পর্যায়ের বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে।
২০২২ সালের ১৯ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা ‘প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা প্রোৎসাহন যোজনা’ কর্মসূচির অনুমোদন দেয়। কেন্দ্রীয় মন্ত্রিসভার সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছিল, প্রাথমিকভাবে এর মেয়াদ থাকবে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত। পরবর্তী ক্ষেত্রে অথবা মধ্যবর্তী সময়ে এর পর্যালোচনা হবে। সেইমতো পদক্ষেপও করা হতে পারে। পারিবারিক আয় বছরে সাড়ে চার লক্ষ টাকার বেশি নয়, এমন পরিবারের মেধাবী ছাত্রছাত্রীরাই শর্তসাপেক্ষে এই বৃত্তি পাওয়ার দাবিদার। প্রথম তিন বছরে বার্ষিক ১২ হাজার টাকা করে এবং চতুর্থ ও পঞ্চম বছরে বার্ষিক ২০ হাজার টাকা করে স্কলারশিপ দেওয়া হয়। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টেই টাকা দেয় করে কেন্দ্রীয় সরকার।
শিক্ষামন্ত্রকের সম্প্রতি প্রকাশিত খতিয়ানে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত হিসেব দেওয়া হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ওই বছরে অন্ধ্রপ্রদেশ, অসম, ছত্তিশগড়, গোয়া, গুজরাত, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরল, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, পুদুচেরি, পাঞ্জাব, তেলেঙ্গানা, ত্রিপুরা, উত্তরাখণ্ড—কোনও রাজ্যেই দু’অঙ্কে স্কলারশিপ দেওয়া হয়নি। বিজেপি শাসিত গুজরাতে সাড়ে সাত কোটি, হরিয়ানায় আট কোটি, অসমে ১০ লক্ষ, ত্রিপুরায় ৭৭ লক্ষ, উত্তরাখণ্ডে দেড় কোটি টাকার স্কলারশিপ দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ছাড়া প্রায় কোনও ‘ডাবল ইঞ্জিন’ রাজ্যেই ২০২৩ সালে মোদি সরকারের উল্লিখিত কর্মসূচির বিশেষ সাড়া মেলেনি। ওই বছরে সারা দেশে সংশ্লিষ্ট কর্মসূচির আওতায় স্কলারশিপ প্রদান করা হয়েছে মাত্র ১৫১ কোটি ৯১ লক্ষ টাকা।

রাশিফল