বৃহস্পতিবার, 17 জুলাই 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

দেশে ডায়াবেটিক রোগীর সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা

যাঁরা ডায়াবেটিসের ঠিক আগের পর্যায়ে রয়েছেন, তাঁদের অত্যন্ত সচেতন থাকা জরুরি। অর্থাৎ, রক্তে শর্করার মাত্রা যে মুহূর্তে একটু করে বাড়তে শুরু করবে, তখন থেকেই অত্যন্ত সাবধানতা অবলম্বন করা দরকার।

দেশে ডায়াবেটিক রোগীর সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাঁরা ডায়াবেটিসের ঠিক আগের পর্যায়ে রয়েছেন, তাঁদের অত্যন্ত সচেতন থাকা জরুরি। অর্থাৎ, রক্তে শর্করার মাত্রা যে মুহূর্তে একটু করে বাড়তে শুরু করবে, তখন থেকেই অত্যন্ত সাবধানতা অবলম্বন করা দরকার। মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত স্বাস্থ্য সংক্রান্ত এক অনুষ্ঠানে এমনটাই জানালেন ডায়াবেটিস ইন্ডিয়া ও আমেরিকান কলেজ অব ফিজিসিয়ানসের ফেলো ডাঃ বিজয় পাটনি। তাঁর কথায়, ‘বর্তমানে দেশের ৮ কোটি ৬০ হাজার মানুষ এই রোগে ভোগেন। ২০৩০ সালের মধ্যে সংখ্যাটা ১০ কোটি ১০ লক্ষে পৌঁছবে। রক্তে অনেক বেশি শর্করা থাকলেও বাইরে থেকে অনেক ক্ষেত্রেই তার কোনও উপসর্গ দেখা যায় না। সেক্ষেত্রে রোগী ভাবতে শুরু করেন, তিনি সুস্থ আছেন বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে। তাতে অনেকেই ওষুধ খাওয়া বন্ধ করে দেন বা তার মাত্রা কমিয়ে দেন। এই প্রবণতা রোগীর ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকর।’ কারণ, এই রোগে চোখ, কিডনির পাশাপাশি নার্ভের সমস্যাও বড় আকার নিতে পারে। জীবনধারার পরিবর্তন, সচেতনতা এবং সঠিক পরিবেশে থাকা ডায়াবেটিসের কুপ্রভাব থেকে রোগীকে আলাদা রাখতে পারে বলেই মত তাঁর।   

রাশিফল