শনিবার, 14 জুন 2025
Logo
  • শনিবার, ১৪ জুন ২০২৫

ফের লাফ সূচকের, বাড়ল টাকার দামও

শেয়ার বাজারে অব্যাহত সূচকের দৌড়। এই নিয়ে পরপর চারটি সেশন। লেনদেন শুরুর ঝিমুনি ঝেড়ে ফের দেড় হাজার পয়েন্টের লাফ দিল বম্বে স্টক এক্সচেঞ্চের সূচক সেনসেক্স।

ফের লাফ সূচকের, বাড়ল টাকার দামও

মুম্বই: শেয়ার বাজারে অব্যাহত সূচকের দৌড়। এই নিয়ে পরপর চারটি সেশন। লেনদেন শুরুর ঝিমুনি ঝেড়ে ফের দেড় হাজার পয়েন্টের লাফ দিল বম্বে স্টক এক্সচেঞ্চের সূচক সেনসেক্স। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচকেও লক্ষ্মীবারে লক্ষ্মীলাভই হল।  বৃহস্পতিবার সেনসেক্স  ১,৫০৯ পয়েন্ট বা ১.৯৬ শতাংশ বেড়ে দৌড় শেষ করে। দিনের শেষে সূচক পৌঁছয় ৭৮ হাজার ৫৫৩ পয়েন্টে। তালমিলিয়ে নিফটিও এদিন ৪১৪.৪৫ পয়েন্ট বেড়ে ২৩ হাজার ৮৫১ অঙ্কে থেমেছে। 
শেয়ার বাজারের সঙ্গে সঙ্গতি রেখে বাড়ল টাকার দামও। বৃহস্পতিবার ডলারের তুলনায় টাকার দাম বেড়েছে ২৭ পয়সা। দিনের শেষে  ডলার পিছু ভারতীয় মুদ্রার দাম দাঁড়িয়েছে ৮৫ টাকা ৪৪ পয়সা। ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা শুল্ক নীতি ঘোষণা জেরে ধাক্কা খেয়েছিল টাকার দাম। তারপর তা ঘুরে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার দাম বাড়ার পর কার্যত ২ এপ্রিলের স্তরেই পৌঁছে গেল টাকার মূল্য। উল্লেখ্য, ২ এপ্রিল ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার বিনিময় মূল্য ছিল ৮৫.৫২।