সন্ত্রাসবাদী মামলা: ২ জেএমবি জঙ্গির সাড়ে সাত বছরের সাজা
২০১৮ সালে বুদ্ধগয়া বিস্ফোরণ কাণ্ডে সাজাপ্রাপ্ত আট জেএমবি জঙ্গির মধ্যে এ রাজ্যের এক সন্ত্রাসবাদী মামলায় যুক্ত ছিল দু’জন। শনিবার ‘দোষ’ কবুল করে সেই দুই জঙ্গি কারাদণ্ডে দণ্ডিত হল।

বর্তমান ওয়েবডেস্ক
জুলাই ৬, ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১৮ সালে বুদ্ধগয়া বিস্ফোরণ কাণ্ডে সাজাপ্রাপ্ত আট জেএমবি জঙ্গির মধ্যে এ রাজ্যের এক সন্ত্রাসবাদী মামলায় যুক্ত ছিল দু’জন। শনিবার ‘দোষ’ কবুল করে সেই দুই জঙ্গি কারাদণ্ডে দণ্ডিত হল। তারা হল মহম্মদ পয়গম্বর শেখ ও আহমেদ আলি। শনিবার কলকাতার নগর দায়রা আদালতের মুখ্য বিচারক সুকুমার রায় ওই দুই অপরাধীকে সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য সাত বছর ছয় মাস সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। পাশাপাশি জালনোট ও বিস্ফোরক আইনেও পৃথক পৃথক সাজা হয়। তবে আদালতের মন্তব্য, সমস্ত সাজাই একই সঙ্গে চলবে। বিচারক প্রতিটি সাজার সঙ্গে আর্থিক জরিমানারও নির্দেশ দিয়েছেন। রায় ঘোষণার পর আদালত চত্বরে দাঁড়িয়ে দুই অপরাধীর আইনজীবী জাকির হোসেন বলেন, ‘অপরাধ জগৎ থেকে সমাজের মূল স্রোতে ফিরে আসতে চেয়েই আমার মক্কেলরা কোর্টের কাছে দোষ স্বীকার করে কম সাজার দাবি জানিয়েছিল।’
এই মামলার দুই সরকারি কৌঁসুলি দীপঙ্কর কুণ্ডু ও টুলটুল দে জানান, ২০১৭ সালে কলকাতা পুলিসের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) অফিসাররা গোপন সূত্রে খবর পেয়ে পার্ক সার্কাস এলাকা থেকে ৮০ হাজার টাকার জালনোট সহ প্রথমে দু’জনকে গ্রেপ্তার করে। উদ্ধার হওয়া নোটগুলি ছিল সবই দু’হাজারের। ওই টাকা মুর্শিদাবাদ থেকে কলকাতায় এসেছিল। পরে গ্রেপ্তার করা হয় আরও চারজনকে। ধৃতদের জেরা করে গোয়েন্দারা জানতে পারেন, অভিযুক্তরা শুধুমাত্র জালনোটই নয়, এ রাজ্যের বিভিন্ন সীমান্তে বিস্ফোরক মজুত করা সহ নানা সন্ত্রাসবাদী কার্যকলাপ কাজে যুক্ত ছিল। এরপরই পুলিস তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা, জালনোট পাচার ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করে। প্রতিটি অভিযোগের ক্ষেত্রে দুই অপরাধী তাদের দোষ স্বীকার করেছে। এর আগে এই মামলায় চারজন সাজাপ্রাপ্ত হয়েছিল। এদিন বাকি দু’জন সাজা পেল। এই দু’জন মহম্মদ পয়গম্বর শেখ ও আহমেদ আলি বুদ্ধগয়া বিস্ফোরণ কাণ্ডে ২০২১ সালে পাটনার বিশেষ এনআইএ কোর্টে দোষী সাব্যস্ত হয়েছিল। জানা গিয়েছে, সেই মামলায় সাজাপ্রাপ্ত বাকি ছ’জন বর্তমানে সেখানকার জেলে বন্দি রয়েছে।
tags
related_post
অমৃত কথা
-
অভাব
- post_by বর্তমান
- জুলাই 20, 2025
আজকের দিনে
-
ইতিহাসে আজকের দিনে
- post_by Admin
- জুলাই 19, 2025
-
ইতিহাসে আজকের দিনে
- post_by Admin
- জুলাই 20, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 17, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 17, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 17, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 20, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 20, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 18, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 18, 2025