চলতি অর্থবর্ষে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আড়াই হাজার কোটি ঋণের লক্ষ্যমাত্রা
মহিলাদের স্বনির্ভর করে তুলতে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আড়াই হাজার কোটি টাকা ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা নিল জেলা প্রশাসন।

বর্তমান ওয়েবডেস্ক
এপ্রিল ১৯, ২০২৫
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: মহিলাদের স্বনির্ভর করে তুলতে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আড়াই হাজার কোটি টাকা ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা নিল জেলা প্রশাসন। জানা গিয়েছে, গত আর্থিক বছরে প্রায় দু’ হাজার কোটি টাকা ঋণ দিয়ে নজির গড়েছে পশ্চিম মেদিনীপুর জেলা। তাতে উপকৃত হয়েছেন জেলার কয়েক লক্ষ মহিলা। জেলা প্রশাসনের আধিকারিকরা জানাচ্ছেন, রাজ্যের একমাত্র পশ্চিম মেদিনীপুর জেলা ক্রেডিট লিঙ্কেজ, দল গঠন, আবর্তিত তহবিল (রিভলভিং ফান্ড), মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজে রাজ্যের দেওয়া লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছে। একইসঙ্গে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ঋণ দেওয়ার ক্ষেত্রে রাজ্যের বড় জেলাগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে পশ্চিম মেদিনীপুর জেলা। স্থানীয় গ্রামবাসীদের কথায়, ঋণ নিয়ে গোষ্ঠীর মহিলারা জ্যাম, জেলি, চকোলেট সহ বিভিন্ন জিনিস তৈরি করছে। সেই জিনিস বিভিন্ন মেলা, উৎসবে বিক্রি করে লক্ষ্মীলাভ হচ্ছে মহিলাদের। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট মিশন ডিরেক্টর ও দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক (কৃষি) গোবিন্দ হালদার বলেন, জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকার মহিলারা ঋণ পেয়ে উপকৃত হচ্ছেন। তাঁরা স্বনির্ভর হয়ে উঠছেন। এর ফলে অর্থনীতির বদল হচ্ছে। মহিলাদের তৈরি জিনিস ভিন্ন রাজ্য পাড়ি দিচ্ছে। সকলের সহযোগিতা ছাড়া একাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব ছিল না।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন গ্রামের মহিলাদের স্বনির্ভর করে তুলতে। সেইমতো পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ দিচ্ছে। এই প্রশিক্ষণ শেষে স্বনির্ভর হচ্ছেন মহিলারা। তাঁদের তৈরি বিভিন্ন জিনিস যাচ্ছে ভিন রাজ্যে। আর্থিকভাবে লাভবান হওয়ায় ঋণ নিতে উৎসাহ দেখাচ্ছেন মহিলারা।
জানা গিয়েছে, শুধু মেদিনীপুর জেলায় ৭০ হাজারের বেশি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। তার মধ্যে গত অর্থবর্ষে প্রায় ৫৪ হাজার স্বনির্ভর গোষ্ঠী সরকারি ঋণ পেয়ে উপকৃত হয়েছে। গত অর্থবর্ষে কেশপুর ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ১৫২ কোটি টাকা, ডেবরা ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ১৫৩ কোটি টাকা, নারায়ণগড় ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ১৭২ কোটি, সবং ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ১১৩ কোটি টাকা ও পিংলা ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ১০২ কোটি টাকা ঋণ পেয়েছেন। জেলার ২১টি ব্লকের স্বনির্ভর গোষ্ঠীই ঋণ পেয়েছে।স্বনির্ভর গোষ্ঠীর এক মহিলা বলেন, আমাদের তৈরি জিনিস কলকাতা ও শহরতলীর বিভিন্ন মেলায় বেশি বিক্রি হয়েছে। ভিন রাজ্যেও বিভিন্ন জিনিস রপ্তানি করা হচ্ছে। তবে মার্কেটিং ভালো হলে বিক্রি বাড়বে।
এছাড়া জেলার পর্যটন কেন্দ্রগুলোর উন্নয়ন হওয়ার প্রয়োজন হয়েছে। সেদিকে নজর দিলে জেলা পর্যটন শিল্পের বিকাশ হবে। একইসঙ্গে বিক্রিও বাড়বে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সুতপা দাস বলেন, ঋণ পেয়ে আমাদের খুব উপকার হয়েছে। জেলা প্রশাসনের তরফে সব সময়ে সহযোগিতা পাওয়া যায়। নতুন অর্থবর্ষেও ঋণ নেব।
related_post
রাশিফল
-
আজকের রাশিফল
- post_by Admin
- জুন 25, 2025
অমৃত কথা
-
সেবা
- post_by বর্তমান
- জুন 25, 2025
এখনকার দর
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুন 24, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুন 24, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুন 25, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুন 25, 2025
-
ইউরো
- post_by Admin
- জুন 25, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুন 25, 2025
-
ডলার
- post_by Admin
- জুন 25, 2025