বাংলাজুড়ে আরও ৬৮টি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র গড়ছে রাজ্য
লক্ষ্য আগামী বছরের মার্চ মাস। তার মধ্যেই রাজ্যের প্রতিটি পুরসভার জন্য কঠিন বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলবে রাজ্য। এই লক্ষ্য সামনে রেখেই কাজে নেমেছে পুর ও নগরোন্নয়ন দপ্তর।

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লক্ষ্য আগামী বছরের মার্চ মাস। তার মধ্যেই রাজ্যের প্রতিটি পুরসভার জন্য কঠিন বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলবে রাজ্য। এই লক্ষ্য সামনে রেখেই কাজে নেমেছে পুর ও নগরোন্নয়ন দপ্তর। সূত্রের খবর, রাজ্যজুড়ে ‘ক্লাস্টার’ এবং এককভাবে আরও ৬৮টি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র গড়ে তোলা হবে। বর্তমানে রাজ্যে প্রতিদিন ন’হাজার মেট্রিক টন কঠিন বর্জ্য তৈরি হয়। রাজ্যের এই উদ্যোগের ফলে, একবছর পরে পুরোটাই দিনের দিনই ব্যবস্থাপনার অধীনে আনা সম্ভব হবে। মত প্রশাসনিক মহলের। এই কাজের দায়িত্বে রয়েছে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সির (সুডা)।
প্রসঙ্গত, ইতিমধ্যে পাঁচটি ইউনিট চালু হয়েছে। সেগুলিতে ক্লাস্টার আকারে একাধিক পুরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা করা হচ্ছে। এই পাঁচটির মাধ্যমে উত্তর ও দক্ষিণ বঙ্গের ১৭টি পুরসভা উপকৃত হচ্ছে। এছাড়া ২০২৪-২৫ অর্থবর্ষেই নতুন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র গড়ে তুলতে জমি পাওয়া গিয়েছে—ঝালদা, মেখলিগঞ্জ, মাথাভাঙা, বুনিয়াদপুর, পুজালি, সোনামুখী, চন্দ্রকোনা, দিনহাটা, ঘাটাল, বিষ্ণুপুর, ধুপগুড়ি, মাল, মেমারি, বাঁশবেড়িয়া, আসানসোল, আরামবাগ, ফালাকাটা, শিলিগুড়ি, চন্দননগর, সাঁইথিয়া, দুবরাজপুর, ডালখোলা, কান্দি, পুরনো মালদা পুরসভা ও কুপার্স ক্যাম্প নোটিফায়েড এলাকায়। এই পুরসভাগুলিতে এই কাজের জন্য সব মিলিয়ে প্রায় ৬১ একর জমি হস্তান্তর হয়ে গিয়েছে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র গড়ার জন্য বহু ক্ষেত্রেই সেচ, ভূমি সংস্কার, জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত দপ্তর থেকে জমি হস্তান্তর করা হয়েছে। ব্যবস্থাপনা কেন্দ্র তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে কিছু স্থানে। হালিশহর, বজবজ, খড়্গপুর, তাম্রলিপ্তসহ কয়েকটি পুরসভাকে দ্রুত জমি চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে দপ্তরের তরফে।
tags
related_post
রাশিফল
-
রাশিফল (১৮/০৪/২৫ )
- post_by Admin
- এপ্রিল 19, 2025
অমৃত কথা
-
সন্ন্যাসী
- post_by বর্তমান
- এপ্রিল 19, 2025
এখনকার দর
-
রুপোর দাম (১৮/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 19, 2025
-
ডলার (১৮/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 19, 2025
-
পাউন্ড (১৮/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 19, 2025
-
ইউরো (১৮/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 19, 2025
-
ডলার (১৭/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 19, 2025
-
নিফটি ৫০ (১৭/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 19, 2025