উপকূল গবেষণায় অত্যাধুনিক জাহাজ তৈরি হবে কলকাতায়, চুক্তি ২ সংস্থার
উপকূল গবেষণায় জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (জিএসআই) জন্য আধুনিক জাহাজ তৈরি করবে কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসই)। মোট দু’টি জাহাজ তৈরি করা হবে।

বর্তমান ওয়েবডেস্ক
জুন ১৭, ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: উপকূল গবেষণায় জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (জিএসআই) জন্য আধুনিক জাহাজ তৈরি করবে কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসই)। মোট দু’টি জাহাজ তৈরি করা হবে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এই মর্মে বুধবার জিএসআই এবং জিআরএসই’র মধ্যে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। এই জাহাজগুলি পাঁচ থেকে এক হাজার মিটার গভীরতায় কাজ করতে সক্ষম হবে। সেইসঙ্গে গবেষণা জাহাজে উপকূলীয় ভূতাত্ত্বিক মানচিত্র তৈরি করা, খনিজ অনুসন্ধানসহ মহাসাগরের পরিবেশ পর্যবেক্ষণ ও গবেষণার ক্ষমতা থাকবে। এতে আধুনিক ও সুসজ্জিত বৈজ্ঞানিক পরীক্ষাগারও থাকবে। যেখানে তথ্য বিশ্লেষণ ও নমুনা বিশ্লেষণের কাজ করা হবে।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে আরও জানা গিয়েছে, এই ধরনের গবেষণা জাহাজগুলিকে বলা হয়, কোস্টাল রিসার্চ ভেসেল। সংক্ষেপে বলা হয়, ‘সিআরভি’। নামে ভেসেল হলেও এইগুলি অত্যাধুনিক জাহাজ। এক একটির দৈর্ঘ্য ৬৪ মিটার এবং প্রস্থ হবে ১২ মিটার। প্রতিটি জাহাজের ডেডওয়েট হবে আনুমানিক ৪৫০ টন। সর্বোচ্চ গতি হবে ১০ নট। প্রতিটি জাহাজে ৩৫ জন মানুষের থাকার সুবিধা থাকবে। বুধবার জিআরএসই’র ডিরেক্টর (শিপবিল্ডিং) কমান্ডার শান্তনু বসু এবং জিএসআইয়ের মেরিন ও কোস্টাল সার্ভে বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল ও বিভাগীয় প্রধান এন এম শরিফ জাহাজ নির্মাণের চুক্তি স্বাক্ষর করেন। জিএসআইয়ের ডিরেক্টর জেনারেল অসিত সাহাসহ অন্য পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশান রিসার্চের জন্য বর্তমানে জিআরএসই একটি মহাসাগর গবেষণা জাহাজ (ওশান রিসার্চ ভেসেল বা ওভিআর) তৈরি করছে। এছাড়াও একটি অ্যাকুয়াস্টিক রিসার্চ জাহাজ তৈরি করছে নৌসেনার নেভাল ফিজিক্যাল ও ওশানোগ্রাফিক ল্যাবরেটোরির (এনপিওএল) জন্য। যদিও জিআরএসই মূলত যুদ্ধজাহাজ নির্মাণে পারদর্শী। তবে গবেষণা জাহাজ নির্মাণেও এটি সমান দক্ষ। ১৯৯৪ সালে এনপিওএল-কে মেরিন অ্যাকুয়াস্টিক রিসার্চ শিপ আইএনএস সাগরধ্বনি সরবরাহ করেছিল। ১৯৮১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত জিআরএসই নৌবাহিনীর জন্য ছ’টি সার্ভে জাহাজ নির্মাণ করেছিল। নয়া সংযোজন জিএসআইয়ের জন্য দু’টি সিআরভি। নিজস্ব চিত্র
related_post
অমৃত কথা
-
অভাব
- post_by বর্তমান
- জুলাই 20, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 17, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 17, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 17, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 20, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 20, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 18, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 18, 2025