রবিবার, 20 জুলাই 2025
Logo
  • রবিবার, ২০ জুলাই ২০২৫

মুদ্রাস্ফীতির জেরে বেহাল অর্থনীতি, বর্ষপূর্তিতে আশা পূরণে ব্যর্থ স্টারমার

৫ জুলাই ২০২৪। ব্রিটেনের সাধারণ নির্বাচনে কনজারভেটিভদের হারিয়ে ক্ষমতায় আসে লেবার পার্টি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন কিয়ের স্টারমার। 

মুদ্রাস্ফীতির জেরে বেহাল অর্থনীতি, বর্ষপূর্তিতে আশা পূরণে ব্যর্থ স্টারমার

রূপাঞ্জনা দত্ত, লন্ডন: ৫ জুলাই ২০২৪। ব্রিটেনের সাধারণ নির্বাচনে কনজারভেটিভদের হারিয়ে ক্ষমতায় আসে লেবার পার্টি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন কিয়ের স্টারমার। দেখতে দেখতে কেটে গিয়েছে এক বছর। শনিবার ছিল স্টারমার প্রশাসনের প্রথম বর্ষপূর্তি। এরই মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত লেবার পার্টি। ক্ষমতায় আসার পর অর্থনীতি চাঙ্গা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন নতুন প্রধানমন্ত্রী। এক বছরে কি কথা রাখতে পেরেছে লেবার পার্টি? আম জনতার মুখ কিন্তু তা বলছে না। দৈনন্দিন খরচ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। গত মাসেই মুদ্রাস্ফীতির হার ছিল ৩.৪ শতাংশ। এক সময় দু’জনের সাপ্তাহিক বাজারে খরচ পড়ত ১২০ পাউন্ড। সেটা এখন ২০০ পাউন্ডে গিয়ে দাঁড়িয়েছে। এর জেরে বিদেশি পড়ুয়ার সংখ্যায় ধস নেমেছে। অক্সফোর্ড, কেমব্রিজ ছেড়ে অনেকেই পাড়ি দিচ্ছে জার্মানিতে। প্রশাসনের ভিসা নীতির কারণেও অভিবাসীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। মার খাচ্ছে দেশের অর্থনীতি। 
ক্ষমতায় এসে নন ডোমিসাইল ট্যাক্স স্টেটাস বাতিল করেছে লেবার সরকার। প্রশাসনের এই সিদ্ধান্তে মোটেই খুশি নন প্রবাসী ধনকুবেরদের একাংশ। এহেন পরিস্থিতিতে দলে দলে ব্রিটেন ছাড়ার পথে তাঁরা। তালিকায় রয়েছেন লক্ষ্মী মিত্তলের মতো শিল্পপতিরা। হেনলি ওয়েল্থ মাইগ্রেশন ড্যাশবোর্ড জানাচ্ছে, ২০২৪ সালে ১০ হাজার ৮০০ মিলিওনিয়ার দেশ ছেড়েছেন। যা গত বছরের তুলনায় ১৫৭ শতাংশ বেশি!
দ্য কুশমন গ্রুপের সঙ্গে উদ্যোগপতি হিসেবে যুক্ত রয়েছেন কুন্দন ভাণ্ডারি। তাঁর কথায়, ‘সরকার বিনিয়োগকারীদের উপর কর বসাচ্ছে। আর্থিক বৃদ্ধি না হলে স্থিতিশীলতার কোনও মানে নেই। এভাবে চলতে থাকলে ব্রিটিশদের এই সিদ্ধন্তের মূল্য চোকাতে হবে।’ দ্য মর্টজেজ শপের ডিরেক্টর রোহিত কোহলি বলেন, ‘লেবার পার্টি আশা পূরণে ব্যর্থ। কোনও নির্দিষ্ট পরিকল্পনা নেই। ব্যবসা-বাণিজ্য ক্ষতির মুখ দেখছে। আর্থিক উন্নতির কোনও লক্ষণ নেই। সরকারের হাতে সময় খুব কম। ঘুরে দাঁড়াতে না পারলে আম জনতার সমর্থন আর থাকবে না।’
বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য বরাদ্দে ৫০০ কোটি পাউন্ড কাটছাঁটের সিদ্ধান্ত নিয়েছে স্টারমারের দল। সেই ওয়েলফেয়ার বিল সংশোধনের পক্ষে সওয়াল করেছেন দলেরই ১২০ জন সাংসদ। 
এরইমধ্যে শুক্রবার ১০ বছরের স্বাস্থ্য পরিকল্পনার কথা ঘোষণা করল স্টারমার সরকার। পরিকল্পনা অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে অভিবাসী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা অনেকটাই কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে কর্মীদের ঘণ্টাপিছু ন্যূনতম বেতন ১২ পাউন্ডের বেশি করা হয়েছে। তা সত্ত্বেও রোজের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে। অর্থনীতির হাল কী সত্যিই ফিরবে? প্রশ্ন থেকেই যাচ্ছে।

রাশিফল