শনিবার, 19 জুলাই 2025
Logo
  • শনিবার, ১৯ জুলাই ২০২৫

শাহরুখের অ্যাকশন

জেলের মধ্যে অ্যাকশন। বন্দিদের সঙ্গে নিয়ে লড়ছেন শাহরুখ খান। ‘জওয়ান’ ছবির এই অ্যাকশন দৃশ্য প্রশংসিত হয়েছে নানা মহলে। ফের এমনই এক দৃশ্য শাহরুখ তৈরি করছেন তাঁর পরবর্তী ছবি ‘কিং’-এ। 

শাহরুখের অ্যাকশন

জেলের মধ্যে অ্যাকশন। বন্দিদের সঙ্গে নিয়ে লড়ছেন শাহরুখ খান। ‘জওয়ান’ ছবির এই অ্যাকশন দৃশ্য প্রশংসিত হয়েছে নানা মহলে। ফের এমনই এক দৃশ্য শাহরুখ তৈরি করছেন তাঁর পরবর্তী ছবি ‘কিং’-এ। বান্দ্রার মেহবুব স্টুডিওতে সম্প্রতি সেই দৃশ্যের শ্যুটিং শুরু হয়েছে। চলবে আগামী ২১ জুন পর্যন্ত। সূত্রের খবর, জেলের এই দৃশ্যটি ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে বাড়তি নজর দিচ্ছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। আনা হয়েছে তিনজন আন্তর্জাতিক মানের স্টান্ট বিশেষজ্ঞকে। তাঁদের তত্ত্বাবধানেই হবে শ্যুটিং। কমপক্ষে ২০০ জন স্টান্ট পারফর্মার থাকবেন দৃশ্যে। ‘পাঠান’, ‘জওয়ান’ ছবিতে শাহরুখকে যেমন অ্যাকশন অবতারে দেখা গিয়েছে, তেমনই দেখা যাবে এই ছবিতেও। তার জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি সেরেছেন পর্দার ‘কিং’। ‘ডাঙ্কি’র পর এই ছবির হাত ধরে পর্দায় ফিরবেন তিনি। ছবিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়ের মতো বলিউডের নামজাদা তারকারা। 

রাশিফল