কাঁচামালের দাম বৃদ্ধি, আশানুরূপ মুনাফা হয়নি ব্যবসায়, দাবি রিপোর্টে
বিক্রিবাটা হয়েছে ভালোই। তবে যতটা লাভের আশা ছিল, দেশের শিল্পক্ষেত্রগুলি ততটা লাভ করতে পারেনি। ২০২৪-২৫ অর্থবর্ষের শেষ তিন মাস, অর্থাৎ গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ের উপর ভিত্তি করে এই রিপোর্ট পেশ করেছে ক্রেডিট রেটিং সংস্থা কেয়ারএজ।

বর্তমান ওয়েবডেস্ক
জুন ২১, ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিক্রিবাটা হয়েছে ভালোই। তবে যতটা লাভের আশা ছিল, দেশের শিল্পক্ষেত্রগুলি ততটা লাভ করতে পারেনি। ২০২৪-২৫ অর্থবর্ষের শেষ তিন মাস, অর্থাৎ গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ের উপর ভিত্তি করে এই রিপোর্ট পেশ করেছে ক্রেডিট রেটিং সংস্থা কেয়ারএজ। তাদের বক্তব্য, শিল্পের খরচ বৃদ্ধির কারণেই কাঙ্ক্ষিত মুনাফা পাওয়া যায়নি। কাঁচামালের দাম বৃদ্ধি তার অন্যতম কারণ।
সংস্থাটি রিপোর্টে দাবি করেছে, গত অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে শিল্পক্ষেত্রে বিক্রি বৃদ্ধির হার ৭.৬ শতাংশ। এক বছর আগের ওই ত্রৈমাসিকে সেই হার ছিল ৭.২ শতাংশ। এদিকে শিল্পক্ষেত্রে মুনাফার হার গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে বেড়েছে ৭.৬ শতাংশ হারে। এক বছর আগে মুনাফা বৃদ্ধির হার ছিল ১৪.২ শতাংশ। তথ্য বলছে, গত অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকেও মুনাফা বৃদ্ধির হার অত্যন্ত ভালো ছিল। তা বেড়েছিল ১৯.৪ শতাংশ হারে। সেই তুলনায় পরের তিন মাসের ফলাফল ভালো নয়। আশানুরূপ মুনাফা না হওয়ার কারণ হিসেবে কাঁচামাল ও কর্মীদের বেতন ও মজুরি বাবদ খরচ বৃদ্ধিকে সামনে এনেছে কেয়ারএজ। তাদের দাবি, গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বাণিজ্য সংস্থাগুলির সার্বিক খরচ বেড়ে গিয়েছে ৭.৪ শতাংশ হারে। এক বছর আগে সেই হার ছিল ৬.৪ শতাংশ। এর মধ্যে পরিষেবাজনিত খরচ এবং কাঁচামালের খরচ চতুর্থ ত্রৈমাসিকে বাড়ে ১০.৫ শতাংশ হারে। এক বছর আগে সেই বৃদ্ধির হার ছিল সাত শতাংশ। সেই সময় যখন কর্মী সংক্রান্ত খরচ বেড়েছিল ৫.২ শতাংশ হারে, তা গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে বাড়ে ৭.২ শতাংশ হারে। রিপোর্টে আশা প্রকাশ করা হয়েছে, পরিস্থিতি আগামী দিনে ভালো হবে। এবার ভালো বর্ষা গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করবে। শিল্পে সদর্থক প্রভাব পড়বে।
related_post
অমৃত কথা
-
‘বিবেকচূড়ামণি’
- post_by বর্তমান
- জুলাই 19, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 17, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 17, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 17, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 18, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 18, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 18, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 18, 2025