বৃহস্পতিবার, 17 জুলাই 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

৬ বছরে সর্বনিম্ন খুচরো মুদ্রাস্ফীতি

সরকারি হিসেবের খাতায় মূল্যবৃদ্ধি নিয়ে ফের স্বস্তি।  খুচরো মুদ্রাস্ফীতির হার এপ্রিল মাসের তুলনায় আরও নীচে নামল।  এপ্রিলে  খুচরো মুদ্রাস্ফীতির হার ছিল ৩.১৬ শতাংশ।

৬ বছরে সর্বনিম্ন খুচরো মুদ্রাস্ফীতি

নয়াদিল্লি: সরকারি হিসেবের খাতায় মূল্যবৃদ্ধি নিয়ে ফের স্বস্তি।  খুচরো মুদ্রাস্ফীতির হার এপ্রিল মাসের তুলনায় আরও নীচে নামল।  এপ্রিলে  খুচরো মুদ্রাস্ফীতির হার ছিল ৩.১৬ শতাংশ। মে মাসে সেই হার এসে দাঁড়িয়েছে ২.৯৪ শতাংশে। যা গত ৬ বছরে সর্বনিম্ন। মূলত খাদ্যদ্রব্যের দাম কমার ফলেই মাথা নামিয়েছে 
খুচরো মুদ্রাস্ফীতির হার।  বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী, গ্রামীণ এলাকায় খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি হার ০.৯৫ শতাংশ। সেখানে শহরাঞ্চলে ০.৯৬ শতাংশ। এই নিয়ে পরপর চারমাস খুচরো মুদ্রাস্ফীতির হার রিজার্ভ ব্যাঙ্কের নির্ধারিত সীমার নীচেই থাকল। খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি গ্রাহক মূল্য সূচকের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে। সেই খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি পরপর তিনমাস ৩ শতাংশের নীচে থাকল। সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে, সব্জির দাম ১৩.৭ শতাংশ কমেছে। ডাল, মশলারও দাম কমেছে। তবে দুগ্ধজাত দ্রব্য, তেলের দাম বেড়েছে ৩.১৫ শতাংশ ও ১৭.৯১ শতাংশ। ঊর্ধ্বমুখী আলু, পেঁয়াজ, টমেটোর দামও।

রাশিফল