সোমবার, 28 এপ্রিল 2025
Logo
  • সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

রণদীপের খারাপ অভিজ্ঞতা

 খারাপ স্মৃতি অনেক সময়ই ভুলতে পারা কঠিন। তা কষ্ট দেয়। অভিনেতা রণদীপ হুডা মনে করেন, সেই অভিজ্ঞতা ভাগ করে নিলে কষ্ট লাঘব হতে পারে। এবার সেই পথই অবলম্বন করলেন তিনি।

রণদীপের খারাপ অভিজ্ঞতা

• খারাপ স্মৃতি অনেক সময়ই ভুলতে পারা কঠিন। তা কষ্ট দেয়। অভিনেতা রণদীপ হুডা মনে করেন, সেই অভিজ্ঞতা ভাগ করে নিলে কষ্ট লাঘব হতে পারে। এবার সেই পথই অবলম্বন করলেন তিনি। সদ্য এক সাক্ষাৎকারে তিনি জানালেন, ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাইওয়ে’ সিনেমার প্রচারে তৈরি হওয়া খারাপ অভিজ্ঞতার কথা। ইমতিয়াজ আলি পরিচালিত সেই ছবির প্রচারে খুব বেশি দেখা যায়নি রণদীপকে। সাক্ষাৎকারে এর কারণ ব্যাখ্যা করেছেন অভিনেতা। তিনি প্রশ্ন করেছেন, ওই ছবির প্রচারমূলক অনুষ্ঠানে রণবীর কাপুর কেন ছিলেন? ‘হাইওয়ে’ সিনেমায় অভিনয় করেননি রণবীর। শোনা যায়, সেই সময় থেকেই আলিয়া ও রণবীরের প্রেমপর্ব শুরু হয়। তাই রণবীরকে প্রচারমূলক নানা অনুষ্ঠানে দেখা যেত। সেই ঘটনায় ক্ষোভপ্রকাশ করে রণদীপ বলেন, ‘আমি ওদের জন্য খুব খুশি। তবে আমাকে যেভাবে প্রচার থেকে সরিয়ে রাখা হয়েছিল, তাতে কষ্ট পেয়েছিলাম। শেষের কয়েকদিন আমাকে ডাকা হয়। কারণ নির্মাতাদের হয়তো মনে হয়েছিল, আমার চরিত্রটি ছাড়া ছবিটা হতো না।’