শনিবার, 19 এপ্রিল 2025
Logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

আমার কণ্ঠরোধ করছেন স্পিকার, গুরুতর অভিযোগ রাহুলের

লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে পক্ষপাতিত্বের গুরুতর অভিযোগ আনলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দাবি করলেন, তাঁকে সভায় কথা বলার সুযোগ দেন না স্পিকার। কিছু বলতে উঠলেই থামিয়ে দেওয়া হয়।

আমার কণ্ঠরোধ করছেন স্পিকার, গুরুতর অভিযোগ রাহুলের

নয়াদিল্লি: লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে পক্ষপাতিত্বের গুরুতর অভিযোগ আনলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দাবি করলেন, তাঁকে সভায় কথা বলার সুযোগ দেন না স্পিকার। কিছু বলতে উঠলেই থামিয়ে দেওয়া হয়। সভার কাজ পরিচালনার এটি সঠিক পদ্ধতি নয় বলেও মন্তব্য করেন রাহুল।

বুধবার কংগ্রেস সাংসদ রাহুল সাংবাদিকদের বলেন, ‘কী যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। স্পিকারের কাছে লোকসভায় বক্তব্য পেশের সুযোগ চেয়েছিলাম। কিন্তু উনি যেন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। উনি আমাকে এড়িয়ে যাচ্ছেন এবং কিছু বলতে দিচ্ছেন না। উনি আমার সম্পর্কে ভিত্তিহীন মন্তব্য করেছেন। এমনকী বিনা প্রয়োজনে সভার কাজ মুলতুবি করে দিলেন উনি।’

সভা পরিচালনার ক্ষেত্রে স্পিকার প্রথা মানছেন না বলেও অভিযোগ করেছেন রাহুল গান্ধী। বলেন, লোকসভার বিরোধী দলনেতাকে কথা বলার সুযোগ দেওয়াই হল প্রথা। কিন্তু এক্ষেত্রে তা মানা হচ্ছে না। যখনই আমি উঠে দাঁড়াই, আমাকে বলার অনুমতি দেওয়া হয় না। আমাদের লোকজন যখন কথা বলতে চায়, তাঁদেরও বলতে দেওয়া হয় না। গত ৭-৮ দিন আমাকে কিছু বলতে দেওয়া হয়নি। এটা একটা নতুন কৌশল হয়েছে। যে কারণে বিরোধীদের কোনও জায়গা দেওয়া হচ্ছে না।’