বীরভূমে জেলা সভাপতির পদ শূন্য, কোর কমিটিতে স্থান শতাব্দী ও অসিতের
বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি পদে কারও নাম ঘোষণা করা হল না। ঘাসফুল শিবিরে বিভিন্ন পদে রদবদলের জল্পনা চলছিল বেশকিছুদিন ধরেই।

বর্তমান ওয়েবডেস্ক
মে ১৭, ২০২৫
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি পদে কারও নাম ঘোষণা করা হল না। ঘাসফুল শিবিরে বিভিন্ন পদে রদবদলের জল্পনা চলছিল বেশকিছুদিন ধরেই। শুক্রবার সেই জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি বীরভূমেও বেশকিছু বদল এসেছে। সভাপতির পদে কারও নাম ঘোষণা করা না হলেও কোর কমিটির সদস্য সংখ্যা ৭ থেকে বেড়ে হয়েছে ৯। জেলার বীরভূম ও বোলপুর কেন্দ্রের দুই সাংসদ শতাব্দী রায় ও অসিত মাল কোর কমিটিতে স্থান পেয়েছেন। কোর কমিটির চেয়ারপার্সন পদেও কোনও বদল হয়নি। আশিস বন্দ্যোপাধ্যায়ই ওই দায়িত্বে রইলেন। তিনি বলেন, সর্বোচ্চ নেতৃত্ব যা ঠিক মনে করেছেন তাই করেছেন। আমরা সবাই এক। তবে, কোর কমিটির সদস্য সংখ্যা বৃদ্ধিতে সাংগঠনিক কাজে গতি বাড়বে। তাতে দলেরই ভালো হবে। তাঁর আরও সংযোজন, খুব তাড়াতাড়ি কোর কমিটির বৈঠক ডাকা হবে। জেলা সভাপতির পদ নিয়ে অনুব্রত মণ্ডল তেমন কোনও মন্তব্য করতে চাননি। তিনি বলেন, শুনেছি কোর কমিটির সদস্য বেড়েছে। তবে, জেলা সভাপতির পদ নিয়ে কিছু বলতে পারব না, সেটা ওঁরা বলবেন। প্রসঙ্গত, জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জেলবন্দি হওয়ার পর জেলার রাশ কোর কমিটির হাতে গিয়েছিল। তবে সভাপতি পদ থেকে অনুব্রতকে সরানো হয়নি। তাঁর অনুপস্থিতিতে সংগঠনের কাজকর্ম সামলাতে ২০২২ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন। জেল মুক্তির পর অনুব্রত মণ্ডলও ওই কোর কমিটিতে জায়গা পেয়েছিলেন। বর্তমান কোর কমিটিতেও তাঁর নাম রয়েছে। অন্যদিকে, জেলমুক্তির পর অনুব্রত মণ্ডল জেলা সভাপতি হিসেবেই কাজ করছিলেন। যদিও শুরু থেকে কোর কমিটির উপরই দলের শীর্ষ নেতৃত্ব আস্থা রেখেছিল। একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেও তা স্পষ্ট হয়েছিল। কোর কমিটির উপরই নানা কাজের দায়িত্বভার দেওয়া হয়েছিল। এছাড়াও শেষ লোকসভা নির্বাচনেও কোর কমিটির হাত ধরেই সাফল্য এসেছিল। এবার ছাব্বিশের নির্বাচনের আগে দল চূড়ান্তভাবে সেই কোর কমিটির উপরই আস্থা রাখল শুধু নয়, সেইসঙ্গে কোর কমিটিকে আরও কিছুটা সম্প্রসারিতও করা হল। বর্তমানে জেলা সভাপতির পদ শূন্য থাকায় আগামীতে জেলার সাংগঠনিক সমস্ত কাজ সামলাবে ৯ সদস্যর কোর কমিটি।
related_post
রাশিফল
-
আজকের রাশিফল
- post_by Admin
- জুন 19, 2025
অমৃত কথা
-
জগৎ
- post_by বর্তমান
- জুন 19, 2025
আজকের দিনে
-
ইতিহাসে আজকের দিন
- post_by Admin
- জুন 19, 2025
এখনকার দর
-
রুপোর দাম
- post_by Admin
- জুন 19, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুন 19, 2025
-
ইউরো
- post_by Admin
- জুন 19, 2025
-
ডলার
- post_by Admin
- জুন 19, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুন 19, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুন 19, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুন 19, 2025