রবিবার, 20 জুলাই 2025
Logo
  • রবিবার, ২০ জুলাই ২০২৫

লন্ডনে পার্টি, গলা জড়িয়ে গান ‘পলাতক’ বিজয়-ললিতের

দ্য এন্ড ইজ নিয়ার, সো আই ফেস দ্য ফাইনাল কার্টন.. আই ডিড ইট মাই ওয়ে...’। শেষ ঘনিয়ে এসেছে...। ফ্র্যাঙ্ক সিনাত্রার বিখ্যাত সেই গানের বাংলা তর্জমা করলে কিছুটা এরকমই অর্থ দাঁড়ায়।

লন্ডনে পার্টি, গলা জড়িয়ে গান ‘পলাতক’ বিজয়-ললিতের

লন্ডন: ‘দ্য এন্ড ইজ নিয়ার, সো আই ফেস দ্য ফাইনাল কার্টন.. আই ডিড ইট মাই ওয়ে...’। শেষ ঘনিয়ে এসেছে...। ফ্র্যাঙ্ক সিনাত্রার বিখ্যাত সেই গানের বাংলা তর্জমা করলে কিছুটা এরকমই অর্থ দাঁড়ায়। কিন্তু পলাতক ধনকুবের ললিত মোদি ও বিজয় মালিয়াকে দেখে সেই শেষের ছিটেফোঁটা ইঙ্গিতও মিলল না। বরং দেশ থেকে পালিয়ে বিদেশে যেন নয়া ইনিংস শুরু করেছেন বিজয়-ললিত। সপ্তাহান্তে লন্ডনের এক বিলাসবহুল পার্টিতে এই গানেই গলা মেলালেন দুই পলাতক অপরাধী। হাতে মদের গ্লাস ও মাইক নিয়ে খোশমেজাজে দেখা গিয়েছে তাঁদের। একে অন্যের গলা জড়িয়ে গান গাওয়ার সেই দৃশ্য ইতিমধ্যে ভাইরাল। তারপরই ফের আক্রমণ শানিয়েছেন বিরোধীরা। একাংশের কথায়, দুই পলাতক বিদেশে অবাধে বিচরণ করছেন। ফূর্তি করছেন। মোদি জমানায় এটাই কাম্য। কোটি কোটি টাকা নিয়ে পালিয়েছেন তাঁরা। কেন দুই পলাতককে দেশে ফিরিয়ে এনে বিচারপ্রক্রিয়া শুরু করা হচ্ছে না?
জমকালো পার্টি। পরনে দামি স্যুট। ভিডিওতে দেখা গিয়েছে, মাইক নিয়ে  ফ্র্যাঙ্ক সিনাত্রার ‘মাই ওয়ে’ গানটি গাইছেন ললিত মোদি। পরে তাঁর সঙ্গে গলা মেলাচ্ছেন বিজয় মালিয়াও। ভিডিওটি পোস্ট করে ললিত মোদি লেখেন - জমজমাট অনুষ্ঠান। ৩১০ জন বন্ধু ও পরিবারের লোকজনের সঙ্গে দারুণ সময় কাটালাম। এত সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ। আশা করি, এনিয়ে ফের বিতর্কের ঝড় উঠবে। অবশ্য আমাকে সেটাই মানায়।
ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সহ-সভাপতি ললিতের বিরুদ্ধে বিপুল দুর্নীতির অভিযোগ রয়েছে। শাস্তি এড়াতেই ২০১০ সালে ভারত থেকে পালিয়ে যান তিনি। একইভাবে বিজয় মালিয়ার নামেও হাজার হাজার কোটি টাকা ঋণখেলাপির অভিযোগ রয়েছে। ২০১৬ সালে দেশ ছেড়ে পালান তিনি।

রাশিফল