শুক্রবার, 18 জুলাই 2025
Logo
  • শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

কোহলি নেই, আপশোস নাসেরের

ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টে বিরাট কোহলিকে খুঁজে বেড়াল হেডিংলে স্টেডিয়াম। কয়েক মাস আগেও তাঁকে সামনে রেখেই ইংল্যান্ড সফরের পরিকল্পনা সাজিয়েছিল টিম ইন্ডিয়া।

কোহলি নেই, আপশোস নাসেরের

লন্ডন: ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টে বিরাট কোহলিকে খুঁজে বেড়াল হেডিংলে স্টেডিয়াম। কয়েক মাস আগেও তাঁকে সামনে রেখেই ইংল্যান্ড সফরের পরিকল্পনা সাজিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু আচমকাই লাল বলের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেন  কোহলি। এই সিদ্ধান্ত সমর্থকদের ধাক্কা দেয়। ম্যাচ শুরুর আগে ধারাভাষ্যকার নাসের হুসেনকে দেখা গেল, কোহলির জন্য আপশোস করতে। হাজার হাজার ক্রিকেটপ্রেমীর মনের কথাই যেন বললেন নাসের, ‘ক্রিকেট আমাদের শিখিয়েছে কীভাবে এগিয়ে যেতে হয়। গাভাসকর, শচীন তেন্ডুলকরের পর বিরাট কোহলি... এবার ভারতীয় দলের নেতৃত্বে শুভমান গিল। তবে টেস্ট ক্রিকেটে কোহলির অবদান কখনও ভোলার নয়। ওকে সত্যিই খুব মিস করছি।’

রাশিফল