হারপিস রোগ সারাতে নয়া জেল আবিষ্কার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে
হারপিস প্রশমনে সকাল থেকে রাত অবধি মুঠো মুঠো ওষুধ খাচ্ছেন? স্নায়ুর দুর্বলতা, মাথাঘোরা, কিডনি বিকলের মতো একাধিক ‘সাইড এফেক্ট’ রয়েছে জেনেও এই কাজ করতে বাধ্য হচ্ছেন?

বর্তমান ওয়েবডেস্ক
জুন ১৮, ২০২৫
পবিত্র বর্মন, শিলিগুড়ি: হারপিস প্রশমনে সকাল থেকে রাত অবধি মুঠো মুঠো ওষুধ খাচ্ছেন? স্নায়ুর দুর্বলতা, মাথাঘোরা, কিডনি বিকলের মতো একাধিক ‘সাইড এফেক্ট’ রয়েছে জেনেও এই কাজ করতে বাধ্য হচ্ছেন? এবার পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টিকারী এইসব ওষুধ আর খেতে হবে না। পরিবর্তে এক বিশেষ জেল ব্যথা না কমা পর্যন্ত দিনে একবার ত্বকে লাগালেই সেরে যাবে এই রোগ। এমনটাই দাবি করেছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক পড়ুয়ারা।
সূত্রের খবর, এখানকার রসায়ন ও ফার্মাসি বিভাগের একদল পড়ুয়া যৌথভাবে দেড় বছরের চেষ্টায় এই অভিনব জেলটি আবিষ্কার করেছেন। কাজটি সম্প্রতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নাল রয়্যাল সোসাইটি অব কেমিস্ট্রি’র অন্তর্ভুক্ত ‘নিউ জার্নাল অব কেমিস্ট্রি’তে প্রকাশিত হয়েছে। দীর্ঘদিনের গবেষণার সাফল্যে খুশি পড়ুয়া থেকে দুই বিভাগের অধ্যাপকরা। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও কলা বিভাগের ডিন মহেন্দ্রনাথ রায় বলেন, রসায়ন বিভাগের ল্যাবরেটরিতে বরাবরই নতুন নতুন গবেষণা হয়। এই আবিষ্কারটি ইতিমধ্যেই একটি আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।
হারপিসের উপসর্গ কী? গবেষকরা বলছেন, এই ভাইরাসের প্রভাবে শরীরের যেকোনও জায়গায় অত্যন্ত বেদনাদায়ক ছোট ছোট ফোস্কা হয়। রোগটি সংক্রামিত একজনের থেকে অন্যজনেরও হতে পারে। ব্যথা ও অস্বস্তি কমাতে অ্যান্টি হারপিস ওষুধ ব্যবহার করা হয়। কিন্তু সেইসব ওষুধের প্রচুর পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে।
তাহলে ওষুধ ছাড়া কীভাবে এই রোগ নিরাময় করা যায়? সেই চিন্তা থেকেই এই গবেষণা শুরু। গবেষক বৈশালী সাহার ব্যাখ্যা, তাঁরা বাজার চলতি ওষুধ ভ্যালাসাইক্লোভির গেস্ট অণুটিকে গামা সাইক্লোডেক্সট্রিন হোস্ট অণুর মধ্যে অন্তর্ভুক্তি ঘটিয়ে একটি নতুন ইনক্লুশন তৈরি করেছেন। এটিকে ফার্মাসিউটিক্যাল পদ্ধতিতে জেল হিসেবে ত্বকে ব্যবহারের উপযোগী করে তোলা হয়েছে। গবেষণায় দেখা গিয়েছে, নতুন জেলটি স্বল্প পরিমাণে ব্যবহার করেও রোগটি সারানো যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মহেন্দ্রনাথ রায়ের তত্ত্বাবধানে দুই বিভাগের পড়ুয়াদের এই আবিষ্কার ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে। ফার্মাসি বিভাগের অধ্যাপক পারমিতা পালের বক্তব্য, হারপিস নিরাময়ে এইরকম জেলের ব্যবহার এই প্রথম। এই কাজে যুক্ত গবেষক নিবিড় দাস, সঞ্জয় বর্মন, মধুসূদন মণ্ডল, নিলয় রায়, শুভদীপ সাহার দাবি, এই গবেষণা হারপিস রোগের চিকিত্সায় নতুন দিশা দেখাতে পারে।
related_post
অমৃত কথা
-
অবিদ্যা
- post_by বর্তমান
- জুলাই 17, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 17, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 17, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 17, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 16, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 16, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 17, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 17, 2025