বৃহস্পতিবার, 17 জুলাই 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

প্রকৃতি উৎসব

বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে সম্প্রতি উদ্যোগী হয়েছিল ‘সল্টলেক ওয়ার্কশপ ফর দ্য ব্লাইন্ড’। গানে, কবিতায় এক অনুষ্ঠানের আয়োজন করেছিল এই সংস্থা। 

প্রকৃতি উৎসব

বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে সম্প্রতি উদ্যোগী হয়েছিল ‘সল্টলেক ওয়ার্কশপ ফর দ্য ব্লাইন্ড’। গানে, কবিতায় এক অনুষ্ঠানের আয়োজন করেছিল এই সংস্থা। দীর্ঘদিন ধরে সংস্থাটি দৃষ্টিহীনদের দক্ষতা অনুযায়ী বৃত্তিমূলক শিক্ষা দিয়ে সমাজের মূল স্রোতে আনার চেষ্টা করছে। ‘প্রকৃতি উৎসব’ শীর্ষক অনুষ্ঠানে স্বপন, কাকলি, ববিতা, স্বাতীর পরিবেশিত ‘সারাজীবন দিল আলো’, ‘শ্রাবণের ধারার মতো’, ‘আহা কি আনন্দ’— ইত্যাদি গানে শ্রোতারা মুগ্ধ হন। তবলায় সহযোগিতা করেন রাজেশ দাস। পরিবেশ সম্পর্কে আলোচনায় সুজিত কর্মকার জানান, আমরা প্রতিনিয়ত জল, বায়ু, শব্দদূষণে ক্ষতিগ্রস্ত হচ্ছি। দৃষ্টিহীনদের পথ চলতে স্পর্শ, গন্ধ, শ্রবণের সাহায্য দরকার। ফলে সুস্থ, পরিচ্ছন্ন পরিবেশ প্রয়োজন। নাহলে স্বাভাবিক চলার ছন্দ বাধাপ্রাপ্ত হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সল্টলেকের উপ মহানাগরিক অনিতা মণ্ডল, বিধাননগর পুলিস কমিশনার মুকেশ, গোয়েন্দা প্রধান, বিধাননগর কুলদীপ সোনাওনি, আর আই বিধাননগর আনন্দ মিশ্র, কে ডব্লিউ ডব্লিউ ইলেকট্রিক্যালস-এর চেয়ারম্যান অজিত খৈতান প্রমুখ। 
কলি ঘোষ

রাশিফল