ত্রিকোণ প্রেমের জেরে খুন, দোকানের ডিপফ্রিজে মিলল যুবকের মৃতদেহ! গ্রেপ্তার ৬
ত্রিকোণ প্রেমের জেরে খুন আগরতলার ইন্দ্রনগরের বাসিন্দা শরিফুল ইসলাম। বুধবার গন্ডাছড়া নারায়ণপুরের এক দোকানের ডিপ ফ্রিজ থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ।

বর্তমান ওয়েবডেস্ক
জুন ১২, ২০২৫
বিশেষ সংবাদদাতা, আগরতলা: ত্রিকোণ প্রেমের জেরে খুন আগরতলার ইন্দ্রনগরের বাসিন্দা শরিফুল ইসলাম। বুধবার গন্ডাছড়া নারায়ণপুরের এক দোকানের ডিপ ফ্রিজ থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। পুলিস এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই নবনীতা দাস ও শরিফুলের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এরই মধ্যে নবনীতার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দিবাকর সাহা নামে এক যুবক। তাঁর বাড়ি গন্ডাছড়ায়। তাঁর বাবা-মাও সেখানেই থাকেন। আগরতলায় দিবাকর এক আত্মীয়ের বাড়িতে থাকতেন।
এরপরই প্রেমের পথের কাঁটা শরিফুলকে সরাতে তাঁকে খুনের ছক কষেন দিবাকর ও নবনীতা। গত ৯ জুন বাজার থেকে বড়ো একটি ট্রলি ব্যাগ কিনে আনে দিবাকর। সেই ব্যাগে করেই পরের দিন সকালে গাড়ি করে গন্ডাছড়ায় দিবাকরের বাবার দোকানের ডিপ ফ্রিজে শরিফুলের ক্ষতবিক্ষত দেহ রেখে আসে তারা। পশ্চিম ত্রিপুরা জেলার পুলিস সুপার ডঃ কিরণ কুমার কে জানিয়েছেন, গত ৮ ই জুন রাতে শরিফুলকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দিবাকর। শরিফুলকে বলা হয়েছিল তাদের বন্ধু জয়দীপ দাসকে উপহার দিতে যেতে হবে তার বাড়িতে। আগে থেকেই জয়দীপের বাড়িতে নবনীতা দাস(২৫) এবং দিবাকরের বন্ধু অনিমেষ যাদব (২১) ছিল। এদের সাহায্যেই দিবাকর শ্বাসরুদ্ধ করে শরিফুলকে হত্যা করে। ত্রিকোণ প্রেমের জেরেই এই হত্যাকান্ড হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় পুলিস দিবাকর সহ তার প্রেমিকা নবনীতা দাস, বন্ধু অনিমেষ যাদব, জয়দীপ দাস, এবং তার বাবা দীপক সাহা ও মা দেবিকা সাহাকে গ্রেফতার করে।
related_post
অমৃত কথা
-
অবিদ্যা
- post_by বর্তমান
- জুলাই 17, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 17, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 17, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 17, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 16, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 16, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 17, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 17, 2025