শুক্রবার, 20 জুন 2025
Logo
  • শুক্রবার, ২০ জুন ২০২৫

রাস্তার পাশে অবৈধ নির্মাণ ভাঙল পুরসভা

রাস্তা দখল করে গজিয়ে উঠেছিল বসত বাড়ি। চলছিল হোমিওপ্যাথি চিকিৎসা। কেউ বা অস্থায়ী দোকান বানিয়ে ব্যবসা করছিল। যার জেরে নিকাশি নালা পরিষ্কারের কাজে সমস্যায় পড়তে হচ্ছিল রামপুরহাট পুরসভাকে। 

রাস্তার পাশে অবৈধ নির্মাণ ভাঙল পুরসভা

সংবাদদাতা, রামপুরহাট: রাস্তা দখল করে গজিয়ে উঠেছিল বসত বাড়ি। চলছিল হোমিওপ্যাথি চিকিৎসা। কেউ বা অস্থায়ী দোকান বানিয়ে ব্যবসা করছিল। যার জেরে নিকাশি নালা পরিষ্কারের কাজে সমস্যায় পড়তে হচ্ছিল রামপুরহাট পুরসভাকে। বৃষ্টি হলেই বুজে যাওয়া নালা ছাপিয়ে জল রাস্তায় এসে জমছিল। সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। শুক্রবার পুলিসকে সঙ্গে নিয়ে ধুলোডাঙা রোডের ধারে অভিযান চালায় পুরসভা। জেসিবি দিয়ে  হনুমান মন্দির লাগোয়া একটি বাড়ির বাড়তি অংশ এবং চারটি দোকান ভেঙে দিল পুরসভা। পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকত বলেন,  ধুলোডাঙা রোডের ওই অংশে নিকাশি নালা ও একটি কালভার্ট রয়েছে। তার উপরেই অবৈধ নির্মাণ হয়েছিল। যার জেরে নিকাশি নালা পরিষ্কার করা যাচ্ছিল না। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি জলমগ্ন হয়ে পড়ছিল। তাই ওই অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হল। নালা পরিষ্কার করা হবে।  পুরসভার এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলেন, কয়েকজনের জন্য হাজার হাজার মানুষ সমস্যায় পড়ছিল। রাস্তায় জল দাঁড়িয়ে যাওয়ায় বাড়ি থেকে বেরনো দায় হয়ে উঠছিল। এবার হয়তো তা থেকে মুক্তি মিলবে। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে মিনিট ২০-র বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে রামপুরহাট শহরের ব্যস্ততম ধুলোডাঙা রোড। স্থানীয় বাসিন্দারা ব্যাপক সমস্যায় পড়েন। তাঁরা নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ উগরে দেন। এরপর এদিন অভিযানে নামে পুরসভা।  - নিজস্ব চিত্র