শুক্রবার, 18 জুলাই 2025
Logo
  • শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

সময়ের অনেকটা আগে দেশের ৭৫ শতাংশ এলাকাতেই ঢুকেছে বর্ষা

গোটা দেশে বর্ষা প্রবেশ করার স্বাভাবিক সময় ৮ জুলাই। এবার জুনের তৃতীয় সপ্তাহের মধ্যে দেশের অন্তত ৭৫ ভাগ অংশে বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস তাতে আগামী দিনচারেকের মধ্যে প্রায় গোটা দেশে বর্ষার প্রবেশ হয়ে যেতে পারে। 

সময়ের অনেকটা আগে দেশের ৭৫ শতাংশ এলাকাতেই ঢুকেছে বর্ষা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গোটা দেশে বর্ষা প্রবেশ করার স্বাভাবিক সময় ৮ জুলাই। এবার জুনের তৃতীয় সপ্তাহের মধ্যে দেশের অন্তত ৭৫ ভাগ অংশে বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস তাতে আগামী দিনচারেকের মধ্যে প্রায় গোটা দেশে বর্ষার প্রবেশ হয়ে যেতে পারে। আবহাওয়াবিদরা মনে করছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি দক্ষিণবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ড হয়ে বিহার পর্যন্ত পৌঁছেছে। বর্ষার দ্রুত এগনোর ক্ষেত্রে সেটি সহায়ক হয়েছে। 
বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিম উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান ও হিমাচলপ্রদেশের একাংশে ও সামগ্রিকভাবে দিল্লি, হরিয়ানা পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর এবং লাদাখে বর্ষা এখনও প্রবেশ করেনি। দিনদুয়েকের মধ্যেই রাজস্থান, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীরের আরও কিছু অংশে বর্ষা প্রবেশ করবে। এর দু’দিনের মধ্যে দেশের রাজধানী দিল্লি এবং পাঞ্জাব ও হরিয়ানার কিছু জায়গায় বর্ষাকাল শুরু হবে। রাজস্থান ও উত্তরপ্রদেশের উপর ঘূর্ণাবর্ত, নিম্নচাপ অক্ষরেখার অবস্থান বর্ষাকে সক্রিয় করতে সহায়ক ভূমিকা নিয়েছে। 
দেশে এরার বর্ষার প্রবেশ স্বাভাবিক সময়ের আগেই হয়েছে। কেরল হয়ে দেশের মূল ভূমিতে বর্ষা প্রবেশ করার স্বাভাবিক সময় হল ১ জুন। এবার তার আটদিন আগেই, ২৪ মে কেরলে বর্ষা প্রবেশ করেছে। একই দিনে উত্তর-পূর্ব ভারতেও ঢুকেছিল বর্ষা। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের স্বাভাবিক দিন ৫ জুন। সেই জায়গায় এবার ২৯ মে উত্তরবঙ্গের বেশিরভাগ অংশে বর্ষা প্রবেশ করেছিল। তারপর বেশ কিছুদিন বর্ষার অগ্রগতি থমকে ছিল। দক্ষিণবঙ্গে বর্ষা শুরু হওয়ার স্বাভাবিক দিন ১০ জুন। নির্দিষ্ট সময়ের সাতদিন পর নিম্নচাপের ধাক্কায় দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের বাকি অংশে বর্ষা প্রবেশ করে। একই দিনে বর্ষা প্রবেশ করে ঝাড়খণ্ডে। তারপর কয়েকদিনের মধ্যে 
পুরো ঝাড়খণ্ড, বিহার এবং উত্তরপ্রদেশের বড় অংশে ছড়িয়ে গিয়েছে মৌসুমি বায়ু।

রাশিফল