জ্যেঠুকে দেখে কুঁকড়ে যায় নাবালিকা, প্রশ্ন করতেই জানা গেল জঘন্য কীর্তি
দিদার সঙ্গে বাজারে কেনাকাটা করছিল নয় বছরের এক নাবালিকা। হঠাত্ই আতঙ্কিত হয়ে সে অস্বাভাবিক আচরণ করতে শুরু করলে অবাক হয়েছিলেন দিদা।

বর্তমান ওয়েবডেস্ক
জুন ১৩, ২০২৫
সংবাদদাতা, চাঁচল: দিদার সঙ্গে বাজারে কেনাকাটা করছিল নয় বছরের এক নাবালিকা। হঠাত্ই আতঙ্কিত হয়ে সে অস্বাভাবিক আচরণ করতে শুরু করলে অবাক হয়েছিলেন দিদা। কান্নাকাটির কারণ জিজ্ঞেস করলে প্রথমে কিছু বলতেই চায়নি। পরে সামনে আসে ছ’মাস আগে নাবালিকার সঙ্গে ঘটে যাওয়া এক ন্যক্কারজনক ঘটনা। বাড়ি ফিরে পরিবারের সকলে মিলে যখন জিজ্ঞাসাবাদ করেন, নাবালিকা জানায় প্রতিবেশী জ্যেঠু তাকে যৌন নিগ্রহ করেছেন। নগ্ন করে ছবি তুলে ব্ল্যাকমেলও করা হয়েছিল নাবালিকাকে। বলা হয়েছিল, কাউকে বিষয়টি জানালে বাবা ও মাকে খুন করা হবে। সেই ভয়েই এতদিন গুম হয়েছিল নাবালিকা।
বৃহস্পতিবার চাঁচল থানার দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। ধর্ষণের চেষ্টার লিখিত অভিযোগ দায়ের করেছেন নাবালিকার দিদা। অভিযোগ, ছ’মাস আগে প্রতিবেশী জ্যেঠু সন্ধ্যায় নাবালিকাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করেন। নাবালিকার দিদা জানান, ব্ল্যাকমেল করার কারণে ছ’মাস ধরে নাতনি ভয়ে চুপ করে ছিল। বাজারে অভিযুক্তকে দেখে হঠাৎ ভয় পাওয়ার ফলে ও আতঙ্কিত হয়ে যাওয়ায় ঘটনাটি সামনে এসেছে। নাহলে হয়তো জানাই যেত না।
তিনি বলেন, আমার নাতনি মানসিকভাবে ভেঙে পড়েছে। ছ’মাস ও ঠিকমতো কারও সঙ্গে মিশতে চাইত না। এখন বুঝতে পারছি, কেন এমন আচরণ করছিল। বৃহস্পতিবার চাঁচল থানার এক আধিকারিক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে। আইন মেনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত প্রতিবেশী অবশ্য নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেছেন। তাঁর দাবি, এটি সম্পূর্ণ ষড়যন্ত্র। ছ’মাস আগে আমার কাকার ছেলে খুন হয়। সেই ঘটনায় অভিযোগকারী পরিবারের এক সদস্যের বিরুদ্ধে অভিযোগ করেছিলাম। সেই কারণেই আমাকে ফাঁসাতে এই ধরনের মিথ্যে অভিযোগ আনা হচ্ছে। আমি কেমন মানুষ, সেটা গোটা গ্রাম জানে।
পুলিস জানিয়েছে, গোপন জবানবন্দির জন্য আদালতে পেশ করা হবে নাবালিকাকে। অভিযুক্ত দোষী প্রমাণিত হলে তাঁর কড়া শাস্তির ব্যবস্থা করা হবে। -নিজস্ব চিত্র।
related_post
অমৃত কথা
-
‘বিবেকচূড়ামণি’
- post_by বর্তমান
- জুলাই 19, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 17, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 17, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 17, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 18, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 18, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 18, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 18, 2025