শুক্রবার, 20 জুন 2025
Logo
  • শুক্রবার, ২০ জুন ২০২৫

শান্তি ফেরাতে দিল্লিতে মেইতেই ও কুকিদের বৈঠক

মণিপুরে প্রায় ২৩ মাস ধরে চলা অশান্তির মধ্যে এই প্রথমবার মুখোমুখি আলোচনায় বসলেন মেইতেই ও কুকি সম্প্রদায়ের প্রতিনিধিরা।

শান্তি ফেরাতে দিল্লিতে মেইতেই ও কুকিদের বৈঠক

বিশেষ সংবাদদাতা, ইম্ফল: মণিপুরে প্রায় ২৩ মাস ধরে চলা অশান্তির মধ্যে এই প্রথমবার মুখোমুখি আলোচনায় বসলেন মেইতেই ও কুকি সম্প্রদায়ের প্রতিনিধিরা। শনিবার কেন্দ্র সরকার দিল্লিতে মেইতেই ও কুকি সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করেছে। পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে রাজ্যে শান্তি ফেরাতে একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে বের করাই ছিল বৈঠকের লক্ষ্য। বৈঠকে মেইতেইদের পক্ষে অল মণিপুর ইউনাইটেড ক্লাবস অর্গানাইজেশন (এএমইউসিও) ও ফেডারেশন অব সিভিল সোসাইটি অর্গানাইজেশনের (এফওসিএস) প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ছয় সদস্যের দল উপস্থিত ছিলেন। অন্যদিকে কুকি প্রতিনিধি দলে ছিলেন নয়জন। কেন্দ্রের পক্ষ থেকে ছিলেন ইন্টেলিজেন্স ব্যুরোর অবসরপ্রাপ্ত বিশেষ অধিকর্তা এ কে মিশ্র। বৃহস্পতিবার লোকসভায় মণিপুর নিয়ে বিতর্কের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, তাঁর মন্ত্রক আগেও মেইতেই ও কুকি গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছে।  তিনি বলেছিলেন, উভয় সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের সঙ্গেও পৃথক বৈঠক হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক শীঘ্রই উভয় গোষ্ঠীকে নিয়ে একটি যৌথ বৈঠক ডাকবে। এদিকে, দিল্লিতে এই বৈঠকে মধ্যেই ফের অশান্তি মণিপুরের কাংপোকপি জেলার কোনসারাম গ্রামে। কনসারামের জেলিয়াংরং কলোনিতে সশস্ত্র দুষ্কৃতীরা লিয়াংমাই নাগা সম্প্রদায়ের সদস্যদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, সাত থেকে আটজন গ্রামবাসী এই ঘটনায় আহত হয়েছেন।