ধ্যান
হে আমার স্বামী! তুমি আমার সত্য কর্তা। তোমার যা ভাল লাগে তাই হবে। তুমি যা দেবে আমি তাই পাবো। হে ভগবান! সমস্ত সৃষ্টি তোমার এবং সকল জীব তোমারই ধ্যান করে। যার পরে তুমি কৃপা করো একমাত্র সেই তোমার নাম-রত্ন পায়।

বর্তমান ওয়েবডেস্ক
জুন ১৪, ২০২৫
হে আমার স্বামী! তুমি আমার সত্য কর্তা। তোমার যা ভাল লাগে তাই হবে। তুমি যা দেবে আমি তাই পাবো। হে ভগবান! সমস্ত সৃষ্টি তোমার এবং সকল জীব তোমারই ধ্যান করে। যার পরে তুমি কৃপা করো একমাত্র সেই তোমার নাম-রত্ন পায়। গুরুমুখেরা গুরুর সাহায্যে নাম-রত্ন খুঁজে নিয়েছে, যখন কিনা উন্মুখেরা গুরু-বিমুখ হয়ে নাম-রত্ন খুইয়েছে। তুমি নিজেই উন্মুখদের গুরু-বিমুখ কোরে নিজের থেকে বিচ্ছিন্ন করেছ এবং তুমি নিজেই গুরুমুখদের গুরুর সম্মুখে রেখে নিজের সঙ্গে যুক্ত করেছ।
হে স্বামী! তুমি দয়াবান, সকল জীব তোমার মধ্যে লীন হয়ে আছে। তুমি ছাড়া আর দ্বিতীয় কেউ নেই। জীব-জন্তু সবই তোমার লীলা খেলা। তোমার আজ্ঞাতেই মিলিত জীবেরা বিচ্ছিন্নতার পথে চলে তোমার কাছ থেকে বিচ্ছিন্ন হয় এবং কোন কোন জীব সংযুক্তির পথে চলে তোমার সঙ্গে মিলিত হয়। হে হরি! যে জীবকে তুমি আপন মার্গের বোধ প্রদান করো সেই জন জানতে পারে ও সেই জন সর্বদা তোমার কথা অন্য সকলকে শোনায় ও ব্যাখ্যা করে। হে হরি! যে তোমার সেবা করেছে সে সুখ পেয়েছে ও সহজেই হরি-নামে মিশে গেছে।
হে প্রভু! তুমি স্বয়ংই কর্তা, সব কিছু তোমারই করা। তুমি বিনা অন্য কেউ নেই। তুমি জগতের রচনা কোরে চলেছ এবং জীবকুলের প্রয়োজনের কথাও জানো। হে দাস নানক! গুরুর মাধ্যমে গুরুমুখদের মধ্যে তুমি প্রত্যক্ষরূপে প্রকটিত হও। স্বার্থ চরিতার্থ করার জন্য কেউ বন্ধু, পুত্র ও ভাইএর সাথে মেলামেশা করে। কেউ তার কুটুম্ব কিংবা জামাতার সঙ্গে সম্পর্ক রাখে। কেউ শিকদার কিংবা চৌধুরীর (গণ্যমান্য ব্যক্তি) সঙ্গে সম্পর্ক রাখে। কিন্তু আমার মেলামেশা একমাত্র হরির সঙ্গে রয়েছে, যিনি সর্বত্র বিরাজমান।
আমি হরির সঙ্গেই মেলামেশা করি কারণ একমাত্র হরি আমার আশ্রয়। আমি হরি বিনা আর কারও সাথে মেলামেশা করিনি। আমি হরির অগণিত, অনেক গুণ গাই। যার সাথে মেলামেশা বা সম্পর্ক করা যায়, সেই তো চলে (মারা) যায়। এইভাবে মিথ্যা মেলামেশা করার জন্য অনুতাপ করতে হয়। তারা স্থির থাকতে পারে না কারণ মনের মধ্যে সে দোষ-ত্রুটি সঞ্চিত রাখে। আমি আমার সম্পর্ক হরির সঙ্গে রেখেছি, যার সমকক্ষ দ্বিতীয় আর কেউ সমকক্ষ নয়। এই সমস্ত সম্পর্ক মায়া-মোহেরই অন্য রূপ। ধড়াধারী মূর্খ লোকেরা মায়ার জন্য বিবাদ করে ও জুয়া খেলায় মনুষ্য জন্ম হারায়। আমার হরির সঙ্গরূপ ধড়া আছে যা ইহলোক-পরলোকে আমার সব কিছু সাজিয়ে দেয়।
‘আদি শ্রী গুরু গ্রন্থ সাহেব’ থেকে
অমৃত কথা
-
বেদ
- post_by বর্তমান
- জুলাই 8, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 8, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 8, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 8, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 8, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 8, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 8, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 8, 2025