বৃহস্পতিবার, 17 জুলাই 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

মণিপাল হাসপাতালের আধুনিক নিউরো ইউনিট

আধুনিক চিকিৎসাসম্পন্ন স্বয়ংম্ভর নিউরো ইউনিট তৈরি করল মুকুন্দপুরের মণিপাল হসপিটালস গোষ্ঠীর হসপিটাল। গত কয়েক দশকে স্নায়ুর যে সমস্যা সবচেয়ে বড় আকার নিয়েছে তা হল স্ট্রোক। 

মণিপাল হাসপাতালের আধুনিক নিউরো ইউনিট

আধুনিক চিকিৎসাসম্পন্ন স্বয়ংম্ভর নিউরো ইউনিট তৈরি করল মুকুন্দপুরের মণিপাল হসপিটালস গোষ্ঠীর হসপিটাল। গত কয়েক দশকে স্নায়ুর যে সমস্যা সবচেয়ে বড় আকার নিয়েছে তা হল স্ট্রোক। আচমকা হানা দেওয়া নীরব ঘাতক। একটু দেরি হলেই রোগী হয় মারা যান, নয়তো জীবনে চলার পথে সম্মুখীন হতে হয় পক্ষাঘাতের। তাই গোল্ডন আওয়ারের মধ্যে রোগীকে হাসপাতালে নিয়ে আসা ও স্ট্রোক রিস্ক ক্লিনিক রয়েছে এমন প্রতিষ্ঠান বেছে নেওয়ার মধ্যেই থাকে মুন্সিয়ানা। শুধু স্ট্রোকই নয়, অন্যান্য স্নায়ুরোগের দিকেও বিশেষ নজর দেওয়া প্রয়োজন। উপস্থিত ছিলেন এখানকার নিউরো ইউনিটের ডিরেক্টর ডাঃ জয়ন্ত রায়, মণিপাল ব্রডওয়ের নিউরোলজির প্রধান ডাঃ নিখিল প্রসূন সিং, নিউরোসার্জারির প্রধান  ডাঃ দীপেন্দ্র কুমার প্রধান প্রমুখ। 

রাশিফল