সোমবার, 28 এপ্রিল 2025
Logo
  • সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

ট্রাফিক পুলিসের নজরদারি বাড়াতে ৩০০টি নতুন আইপি ক্যামেরা কিনবে লালবাজার

এক ধাক্কায় ৩০০টি ইন্টারনেট প্রোটোকল বেসড (আইপি) ক্যামেরা কিনতে চাইছে কলকাতা পুলিস। ট্রাফিক পুলিসের নজরদারি বাড়াতেই এই আইপি ক্যামেরা কেনা হবে। 

ট্রাফিক পুলিসের নজরদারি বাড়াতে ৩০০টি নতুন আইপি ক্যামেরা কিনবে লালবাজার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক ধাক্কায় ৩০০টি ইন্টারনেট প্রোটোকল বেসড (আইপি) ক্যামেরা কিনতে চাইছে কলকাতা পুলিস। ট্রাফিক পুলিসের নজরদারি বাড়াতেই এই আইপি ক্যামেরা কেনা হবে। সম্প্রতি লালবাজারে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই ক্যামেরা কেনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে। কলকাতা পুলিসের এক বিশেষ সূত্রে এই খবর জানা গিয়েছে।
আইপি ক্যামেরা কী? পুরো নাম আইপি বেসড সিসি ক্যামেরা। হাই রেজলিউশনের এই ক্যামেরা আসলে ডিজিটাল ভিডিও ক্যামেরা। যা নজরদারির জন্য ব্যবহৃত হয়। ট্রাফিক পুলিসের ক্ষেত্রে এই ক্যামেরা স্টপ লাইন লঙ্ঘন, লেন লঙ্ঘন, ট্রাফিক সিগন্যাল অমান্য করা যানবাহনকে চিহ্নিত করতে পারবে। মূলত নম্বর প্লেট চিহ্নিত করার মাধ্যমে ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারে ট্রাফিক পুলিস। কোনও দুর্ঘটনা ঘটে গেলে তার ফুটেজ সংগ্রহ করার সঙ্গে সঙ্গে তা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস নেটওয়ার্কের মাধ্যমে কন্ট্রোল রুমে পাঠানো যাবে।
পাশাপাশি, এই আইপি ক্যামেরার সাহায্যে দাগী আপরাধীদের মুখমণ্ডল চিহ্নিত বা ‘ফেস রেকগনিশন’ করা সম্ভব। ফলে কলকাতা শহরে বড় কোনও হিংসাত্মক ঘটনা ঘটলে, আইপি ক্যামেরা দাগী দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ করতে পারবে। এই ক্যামেরার সুবিধা হল, ইন্টারনেট সংযোগ থাকলেই পৃথিবীর যে কোনও প্রান্তে বসে নজরদারি করা সম্ভব। তবে প্রথাগত সিসি ক্যামেরার তুলনায় আইপি ক্যামেরা খরচ অনেকটাই কম, আবার আধুনিকও বটে।
কলকাতা পুলিসের এক সূত্র জানাচ্ছে, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, মানিকতলা মোড়, ধর্মতলার ডোরিনা ক্রসিং, পার্ক স্ট্রিট, শ্যামবাজার পাঁচমাথার মোড়, উল্টোডাঙার হাডকো মোড়, রাসবিহারী ক্রসিং, গড়িয়াহাট মোড়, হাজরা মোড়, যাদবপুর এইট বি-এর মতো শহরের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে ৩০০টি আইপি ক্যামেরা বসানো হবে।