রাজা
হে শৌনক, তখন অঙ্গিরা গোত্রজাত সেই শমীকমুনি পুত্রের ক্রন্দনধ্বনি শুনে ধীরে ধীরে চক্ষুদুটি উন্মোচন করে, নিজ স্কন্ধে একটি মৃতসর্প দেখে সেটিকে দূরে নিক্ষেপ করলেন।

বর্তমান ওয়েবডেস্ক
জুন ১৩, ২০২৫
হে শৌনক, তখন অঙ্গিরা গোত্রজাত সেই শমীকমুনি পুত্রের ক্রন্দনধ্বনি শুনে ধীরে ধীরে চক্ষুদুটি উন্মোচন করে, নিজ স্কন্ধে একটি মৃতসর্প দেখে সেটিকে দূরে নিক্ষেপ করলেন। তারপর পুত্রকে জিজ্ঞাসা করলেন, তুমি ক্রন্দন করছ কেন? কেই বা তোমার অনিষ্ট করেছে? পিতার কথা শুনে ঋষিবালক সকল বৃত্তান্ত নিবেদন করল। রাজশ্রেষ্ঠ পরীক্ষিৎ অভিশপ্ত হবার মতো গুরুতর অন্যায় করেন নি। তথাপি তাঁকে অভিশাপ দেওয়া হয়েছে শুনে শমীক মুনি পুত্রের উপর অপ্রসন্ন হয়ে বললেন, তুমি খুবই অন্যায় করেছ। তুমি লঘু অপরাধে রাজাকে অতি নির্মম দণ্ড দিয়েছ।
হে অপরিণতবুদ্ধি বালক, বিষ্ণুতুল্য রাজাকে সাধারণ মানবরূপে গণ্য করা তোমার পক্ষে অন্যায় হয়েছে। কারণ রাজার দুর্বিষহ প্রতাপেই প্রজাদের জীবন সুরক্ষিত থাকে এবং তারা নিঃশঙ্কচিত্তে নিজ নিজ ধর্মানুপালনের দ্বারা অশেষ মঙ্গল লাভ করে। হে পুত্র, চক্রপাণি ভগবানসদৃশ রাজার অবর্তমানে পৃথিবী সুর্বৃত্তের দ্বারা পূর্ণ হয়। শুধু তাই নয়, জগতের জীবকুল, রক্ষকহীন মেষদলের মতো অচিরেই ধ্বংসপ্রাপ্ত হয়।
রাজার মৃত্যু হলে অরাজক পৃথিবীতে অপহারকগণ প্রজার ধনসম্পদ আত্মসাৎ করবে। সেই মহা অনর্থের সঙ্গে সম্বন্ধ না থাকলেও, তার পাপ আমাদেরও স্পর্শ করবে। এখন দস্যুপ্রায় মানুষ পরস্পরকে হত্যা করবে, অভিশাপ দেবে। এমনকি অপরের পশু, স্ত্রী ও অর্থ অপহরণ করবে। অরাজক পৃথিবীতে বেদবিহিত বর্ণধর্ম, আশ্রমধর্ম প্রভৃতি সদনুষ্ঠানগুলি মনুষ্যজীবন থেকে বিশেষভাবে বিলুপ্ত হবে। তারা ক্রমশ অর্থ ও বিষয়ভোগে অত্যন্ত আকৃষ্ট হওয়ায় সমাজে কুক্কুরাদির ন্যায় বর্ণসংকরের সৃষ্টি হবে অর্থাৎ অধোগামীদের দ্বারা সমাজ পূর্ণ হবে।
পরীক্ষিৎ মহাযশস্বী, পরমভক্ত, অশ্বমেধযজ্ঞানুষ্ঠানকারী, ধার্মিক, প্রজাপালক রাজর্ষি। তিনি ক্ষুধাতৃষ্ণায় কাতর হয়ে পরিশ্রান্ত কলেবরে আশ্রমে উপস্থিত হয়ে আমাদের নিকটে অভিশপ্ত হলেন—এটি ন্যায়সঙ্গত হয়নি। অপরিণতবুদ্ধি বালক শৃঙ্গী ভগবানের প্রতি একান্ত অনুগত, নিষ্পাপ রাজা পরীক্ষিৎকে অভিশাপ দিয়ে যে অপরাধ করেছে, সর্বান্তর্যামী ভগবান সেটি মার্জনা করুন। যাঁরা ভগবানের শরণাগত, তাঁরা সংসারে অপরের দ্বারা নিন্দিত, বঞ্চিত, অভিশপ্ত, উপেক্ষিত, এমনকি উৎপীড়িত হলেও প্রতিকার করার সামর্থ্য থাকা সত্ত্বেও তাঁরা সেইগুলিকে সহ্য করে যান, কখনো প্রতিশোধ নেন না।
ঋষিপ্রবর শমীক তাঁর পুত্রকৃত অন্যায় কর্মের জন্য অত্যন্ত অনুতপ্ত হলেন। সেইজন্য পরীক্ষিৎ যে তাঁর প্রতি অবমাননা দেখিয়েছিলেন, সেটিকে তিনি গণ্যই করলেন না। এই সংসারে ভগবদ্ভক্ত সাধু ব্যক্তিগণ অপরের দ্বারা সৃষ্ট সুখদুঃখ উৎফুল্ল বা বিষণ্ণ কিছুই হন না। কারণ তাঁরা জানেন আত্মাকে গুণ আশ্রয় করতে পারে না, কেবল দেহ-মনই গুণের দ্বারা প্রভাবিত হয়। সূত বললেন, অতঃপর নিজরাজ্যে প্রত্যাবর্তন করে রাজা পরীক্ষিৎ মুনির স্কন্ধে মৃতসর্প নিক্ষেপরূপ স্বকৃত কর্মটি অতি নিন্দাজনক হয়েছে চিন্তা করে অত্যন্ত দুঃখিত হলেন। মনে মনে তিনি বললেন, হায়, আমি সেই অতি তেজস্বী, নিষ্পাপ ঋষির প্রতি কি অন্যায় করেছি!
অধ্যাপিকা গীতা মাইতি অনুদিত ‘শ্রীমদ্ভাগবতম্’ (১ম স্কন্ধ) থেকে
অমৃত কথা
-
বেদ
- post_by বর্তমান
- জুলাই 8, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 8, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 8, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 8, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 8, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 8, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 8, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 8, 2025