বৃহস্পতিবার, 19 জুন 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

কিয়ারার চমক

 তাবড় দুই তারকা। তাঁদের মধ্যে দ্বৈরথ। সেখানে সবচেয়ে কম সময়ের জন্য উপস্থিতি। তা সত্ত্বেও বাজিমাত করলেন তিনি। অর্থাৎ অভিনেত্রী কিয়ারা আদবানি। জুনিয়র এনটিআরের জন্মদিনে সিনে প্রেমীদের উপহার দিয়েছে টিম ‘ওয়ার ২’।

কিয়ারার চমক

• তাবড় দুই তারকা। তাঁদের মধ্যে দ্বৈরথ। সেখানে সবচেয়ে কম সময়ের জন্য উপস্থিতি। তা সত্ত্বেও বাজিমাত করলেন তিনি। অর্থাৎ অভিনেত্রী কিয়ারা আদবানি। জুনিয়র এনটিআরের জন্মদিনে সিনে প্রেমীদের উপহার দিয়েছে টিম ‘ওয়ার ২’। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই ছবির প্রথম ঝলক মুক্তি পেয়েছে মঙ্গলবার। আর সেখানেই চমকে দিয়েছেন কিয়ারা। তাঁর ‘জিরো ফিগার’ লুক নিয়ে চর্চা হচ্ছে বলিউডে। হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের দ্বন্দ্ব ‘ওয়ার ২’-এর অন্যতম ইউএসপি। আকাশ, সড়ক থেকে জলপথ— সর্বত্রই তাঁদের দ্বৈরথ দেখা গিয়েছে পর্দায়। এই ছবিতে দু’জনকে যে অ্যাকশন অবতারে দেখা যাবে, তা আগে থেকেই জানা ছিল অনুরাগীদের। তাঁদের পারফরম্যান্স নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। তবে টিজারে হৃতিক ও জুনিয়র এনটিআরের লড়াইয়ের মাঝেও লাইমলাইট কেড়ে নিয়েছেন কিয়ারা। চলতি বছর ‘মেট গালা’য় ইতিহাস গড়েছেন তিনি। প্রথম ভারতীয় অন্তঃসত্ত্বা হিসেবে রেড কার্পেটে হেঁটেছেন নায়িকা। এবার ‘ওয়ার ২’-এর টিজারেও তাঁর লুক প্রশংসিত। মঙ্গলবার প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। অনুরাগীদের পাশাপাশি ইন্ডাস্ট্রির অনেকেই প্রশংসা করেছেন টিজারের। হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খান, প্রেমিকা সাবা আজাদ টিজারের ভূয়সী প্রশংসা করেন। আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে এই ছবি।