রবিবার, 20 জুলাই 2025
Logo
  • রবিবার, ২০ জুলাই ২০২৫

খামেনেইকে আর বেঁচে থাকতে দেওয়া যাবে না, হুঁশিয়ারি ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

ইরানে পরমাণু অস্ত্রের ভাণ্ডার নয় এবার লক্ষ্য তাদের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। তাঁকেই ‘হত্যার’ ছক কষছে ইজরায়েল। যদিও আমেরিকা তাতে এখনও পর্যম্ত সম্মতি দেয়নি

খামেনেইকে আর বেঁচে থাকতে দেওয়া যাবে না, হুঁশিয়ারি ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

তেল আভিভ, ১৯ জুন: ইরানে পরমাণু অস্ত্রের ভাণ্ডার নয় এবার লক্ষ্য তাদের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। তাঁকেই ‘হত্যার’ ছক কষছে ইজরায়েল। যদিও আমেরিকা তাতে এখনও পর্যম্ত সম্মতি দেয়নি। কিন্তু খামেনেইকে নিকেশ করার পথেই হাঁটছে নেতানিয়াহুর দেশ। তা আজ, বৃহস্পতিবার দুপুরে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজের মন্তব্য দেখেই মনে হচ্ছে ওয়াকিবহল মহলের। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আয়াতোল্লা আলি খামেনেইকে আর বেঁচে থাকতে দেওয়া যাবে না।’ ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর এহেন মন্তব্য এসেছে ঠিক যখন ইজরায়েলের বীরশেবা শহরের সোরোকা মেডিক্যাল সেন্টারে ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। সূত্র মারফত জানা গিয়েছে, ওই হাসপাতালটি ইজরায়েলের সবচেয়ে বড় হাসপাতাল। শয্যাসংখ্যা প্রায় এক হাজার।

ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরেই সরাসরি খামেনেইকে নিকেশ করার কথা জানিয়ে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ। তিনি এক্সে লেখেন, ‘ইরানের স্বৈরাচারী কাপুরুষ নেতা বাঙ্কারের ভিতরে বসে আছে আর হাসপাতাল-বিল্ডিংয়ে হামলা চালাচ্ছে। যেখানে সাধারণ মানুষেরা থাকে। যুদ্ধের সময়ে এইধরণের হামলা সবথেকে বড় অপরাধ এবং খামেনেইকে তার জন্য জবাব দিতেই হবে। আমি আর প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইজরায়েলি সেনাদের নির্দেশ দিয়েছে ইরানে হামলার তীব্রতা আরও বাড়াতে ও খামেনেইয়ের শাসনব্যবস্থাকে দুর্বল করতে।’ যদিও ইরানের তরফে জানানো হয়েছে, তাঁদের লক্ষ্য ছিল ইজরায়েলি সেনার ঘাঁটি। হাসপাতালে হামলা চালানোর লক্ষ্য ছিল না। অপরদিকে সূত্র মারফত জানা গিয়েছে, ইজরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানে হামলা চালাতে পারে আমেরিকা। সেই মতোই প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। আর সেই বিষয়ে আন্দাজ করেই কড়া সতর্কতা দিয়েছে রাশিয়া। ইরানে সামরিক হস্তক্ষেপ করবেন না, আমেরিকাকে এই ভাষাতেই সতর্ক করেছে মস্কো। 

রাশিফল