রবিবার, 20 জুলাই 2025
Logo
  • রবিবার, ২০ জুলাই ২০২৫

৭ শতাংশ ওবিসি সংরক্ষণ রেখেই ভর্তির পোর্টাল খুলল যাদবপুর

ওবিসি শ্রেণিভুক্তদের জন্য ৭ শতাংশ সংরক্ষণ রেখে কলা ও বিজ্ঞান বিভাগে ভর্তির আবেদন গ্রহণ শুরু করল যাদবপুর বিশ্ববিদ্যালয়। 

৭ শতাংশ ওবিসি সংরক্ষণ রেখেই ভর্তির পোর্টাল খুলল যাদবপুর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওবিসি শ্রেণিভুক্তদের জন্য ৭ শতাংশ সংরক্ষণ রেখে কলা ও বিজ্ঞান বিভাগে ভর্তির আবেদন গ্রহণ শুরু করল যাদবপুর বিশ্ববিদ্যালয়। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ১৭ শতাংশের পরিবর্তে ৭ শতাংশ সংরক্ষণের পক্ষে মত দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইনজীবীরা। এই আইনি পরামর্শ নেওয়ার জন্যই বুধবারের পরিবর্তে শুক্রবার পোর্টাল খুলল তারা। প্রসঙ্গত, শিক্ষাদপ্তরের চালু করা স্নাতকে ভর্তির কেন্দ্রীয় পোর্টাল এবং রবীন্দ্রভারতীর ভর্তি পোর্টালে ওবিসির জন্য ১৭ শতাংশ আসনই বরাদ্দ রাখা হয়েছে। তবে যাদবপুর ৬৬টি সম্প্রদায়ের মধ্যে থেকেই ওবিসি সংরক্ষণের সুযোগ দিচ্ছে। এছাড়া, ‘নন-ক্রিমি লেয়ার’-এর সাম্প্রতিকতম শংসাপত্রও নেওয়া হবে আবেদনকারীদের থেকে।  

রাশিফল