মঙ্গলবার, 24 জুন 2025
Logo
  • মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

রক্ষণে নির্ভরতা দিতে তৈরি সন্দেশ

গত আইএসএলের শুরুতে মোটেও ছন্দে ছিল না এফসি গোয়া। তবে ভুলত্রুটি শুধরে টুর্নামেন্টের সেমি-ফাইনালে পৌঁছয় তারা। পাশাপাশি সুপার কাপও জেতে মানোলো মার্কুয়েজের দল। 

রক্ষণে নির্ভরতা দিতে তৈরি সন্দেশ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত আইএসএলের শুরুতে মোটেও ছন্দে ছিল না এফসি গোয়া। তবে ভুলত্রুটি শুধরে টুর্নামেন্টের সেমি-ফাইনালে পৌঁছয় তারা। পাশাপাশি সুপার কাপও জেতে মানোলো মার্কুয়েজের দল। সাফল্যের নেপথ্যে বড় ভূমিকা রয়েছে সন্দেশ ঝিংগানের। চোট কাটিয়ে প্রত্যাবর্তনের পর গোয়া রক্ষণে নির্ভরতা দিয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার। মরশুমের শেষ পর্বে জাতীয় দলের হয়েও সেরাটা উজাড় করে দিতে চান তিনি। আগামী ৪ জুন প্রস্তুতি ম্যাচে ভারতের প্রতিপক্ষ থাইল্যান্ড। জয় ছিনিয়ে নিতে মরিয়া ব্লু টাইগার্স। তবে স্প্যানিশ কোচ মানোলোর কোচিংয়ে পারফরম্যান্স গ্রাফ বড়ই সাদামাটা। দুর্বল মালদ্বীপকে ফিফা ফ্রেন্ডলিতে হারানো ছাড়া তেমন কোনও কৃতিত্ব নেই। এ বিষয়ে সন্দেশের মন্তব্য, ‘খারাপ সময় বেশিদিন থাকবে না। দলের ছন্দে ফেরা স্রেফ সময়ের অপেক্ষা। তবে রক্ষণে ভুল করলে মুশকিল। ক্লিন-শিট বজায় রাখা জরুরি।’ উল্লেখ্য, রক্ষণে সন্দেশ ও আনোয়ার জুটি কোচ মানোলোর বড় ভরসা। সন্দেশ বলছেন, ‘এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করতেই হবে।’
এদিকে, অনুশীলনের পাশাপাশি কম্বিনেশন তৈরি করতে প্রস্তুতি ম্যাচ খেলতে চাইছে থিঙ্কট্যাঙ্ক। আগামী মঙ্গলবার সন্ধ্যায় নৈহাটিতে জেলা একাদশের বিরুদ্ধে ম্যাচের ভাবনা রয়েছে। শৌভিক, প্রণয়রা খেলতে পারেন ভারতীয় দলের বিরুদ্ধে।