সোমবার, 28 এপ্রিল 2025
Logo
  • সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

৯৫ রানে গুটিয়ে গেল কেকেআর, চাহালের ঘূর্ণিতে বাজিমাত পাঞ্জাবের

পাঞ্জাবের বিরুদ্ধে লজ্জার হার কলকাতার। ১১২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯৫ রানেই অল আউট হয়ে গেল নাইটরা। এর ফলে পয়েন্ট তালিকায় ৬ নম্বরে নেমে এল রাহানেরা।

৯৫ রানে গুটিয়ে গেল কেকেআর, চাহালের ঘূর্ণিতে বাজিমাত পাঞ্জাবের

চণ্ডীগড়, ১৫ এপ্রিল: পাঞ্জাবের বিরুদ্ধে লজ্জার হার কলকাতার। ১১২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯৫ রানেই অল আউট হয়ে গেল নাইটরা। এর ফলে পয়েন্ট তালিকায় ৬ নম্বরে নেমে এল রাহানেরা। এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলে মাত্র তিনটেতে জয়ের মুখ দেখেছে তারা।

মঙ্গলবার ঘরের মাঠে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। কিন্তু শুরু থেকে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে কিংসরা। দলের হয়ে সর্বোচ্চ রান তোলেন প্রভসিমরন (৩০)। ১৫.৩ ওভারে ১১১ রানে অল আউট হয়ে যায় পাঞ্জাব। এদিন কলকাতার হর্ষিত রানা একাই ৩ উইকেট নেন। দু’টি করে উইকেট পকেটে ভরেন বরুণ ও নারিন।

তখন মনে হচ্ছিল যে, হেলায় এই ম্যাচ জিতে যাবে নাইটরা। কিন্তু এমন যে হবে কে জানত! বল হাতে ম্যাজিক দেখাতে শুরু করেন পাঞ্জাবের বোলাররা। ফলে শুরু থেকে একের পর এক উইকেট হারাতে থাকে কলকাতা। ১১২ রানের টার্গেটও তাদের কাছে ক্রমশ কঠিন বলে মনে হচ্ছিল।

রঘুবংশী (৩৭) ছাড়া কেউ ২০ রানের গণ্ডী টপকাতে পারেননি। ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ রাহানে। মাত্র ১৭ রান করেন তিনি। মাত্র ২ রানে প্যাভিলিয়নে ফিরে যান ডি’কক। নারিনের সংগ্রহ মাত্র ৫। এমনকী মারকুটে রাসেলও এদিন ঝড় তুলতে ব্যর্থ। মাত্র ১৭ রানে  আউট হয়ে যান। শেষ পর্যন্ত ১৫.১ ওভারে ৯৫ রানে অল আউট হয়ে যায় কলকাতা। এদিনের ম্যাচের সেরা চাহাল। ২৮ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া জ্যানসেন পেয়েছেন ৩টি উইকেট।