শুক্রবার, 18 জুলাই 2025
Logo
  • শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

লাফিয়ে বাড়বে ইন্টারনেটের স্পিড, ভারতে আসছে মাস্কের স্টারলিঙ্ক, ব্যবহারের খরচ কত জানেন?

টেলিকম মন্ত্রকের কাছ থেকে লাইসেন্স পেয়েছে এলন মাস্কের স্টারলিঙ্ক সংস্থা। ফলে খুব তাড়তাড়ি ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করতে চলেছে তারা।

লাফিয়ে বাড়বে ইন্টারনেটের স্পিড, ভারতে আসছে মাস্কের স্টারলিঙ্ক, ব্যবহারের খরচ কত জানেন?

নয়াদিল্লি, ১০ জুন: টেলিকম মন্ত্রকের কাছ থেকে লাইসেন্স পেয়েছে এলন মাস্কের স্টারলিঙ্ক সংস্থা। ফলে খুব তাড়তাড়ি ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করতে চলেছে তারা। এর জন্য মাসে গ্রাহকদের খরচ  করতে হবে ৩ হাজার টাকা। বাড়িতে বা অফিসে এই ইন্টারনেট পরিষেবা পাওয়ার জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার কিনতে হবে। যার এককালীন খরচ প্রায় ৩৩ হাজার টাকা। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। 

মূলত গ্রামাঞ্চলে এবং যেসব জায়গায় যোগাযোগের সমস্যা রয়েছে, সেখানে সহজেই ইন্টারনেট পৌঁছে দিতে চাইছে মাস্কের সংস্থা। তার থেকেই মনে করা হচ্ছে, আগামীতে ভারতের নেটভুবনে নতুন আলোড়ন ফেলবে স্টারলিঙ্ক। তবে খরচের বিষয়টাও ভাবাচ্ছে। বর্তমানে এ দেশে যেসব টেলিকম সংস্থা রয়েছে তাদের তুলনায় স্টারলিঙ্কের খরচ  অনেকটাই বেশি। যদিও এক্ষেত্রে সংস্থার তরফে বিশেষ অফারের কথা ভাবা হয়েছে।

জানা যাচ্ছে, স্টারলিঙ্ক ব্যবহারকারীরা প্রথম এক মাস বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবেন। তারপর নির্দিষ্ট মূল্যের টাকা দিয়ে রিচাৰ্জ করাতে হবে। আসলে, সরাসরি স্যাটেলাইট মারফত পরিষেবার কারণে স্টারলিঙ্কের ইন্টারনেট স্পিড অনেকটাই বেশি হবে। আর তাই দামের এই তারতম্য। বর্তমানে ১০০টি দেশে মাস্কের সংস্থা ইন্টারনেট পরিষেবা প্রদান করে। এবার সেই তালিকায় জুড়বে ভারতের নামও। দেশের বিভিন্ন জায়গায় ভৌগোলিক সমস্যার কারণে ইন্টারনেট এখনও ভালোভাবে পৌঁছয়নি। মাস্কের সংস্থার উন্নত প্ৰযুক্তি সেই সমস্যা অনেকটাই মেটাতে পারবে বলে ধারণা ওয়াকিবহাল মহলের।

রাশিফল