রবিবার, 20 জুলাই 2025
Logo
  • রবিবার, ২০ জুলাই ২০২৫

ট্রাম্পের ডেডলাইন মেনেই বাণিজ্য চুক্তি করবে ভারত!

আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন রাহুল গান্ধী। অতিরিক্ত শুল্ক চাপানোর পর ৯০ দিনের জন্য তা স্থগিত রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

ট্রাম্পের ডেডলাইন মেনেই বাণিজ্য চুক্তি করবে ভারত!

নয়াদিল্লি: আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন রাহুল গান্ধী। অতিরিক্ত শুল্ক চাপানোর পর ৯০ দিনের জন্য তা স্থগিত রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৯ জুলাইয়ের আগে বাণিজ্য চুক্তির জন্য দেশগুলিকে কার্যত ‘ডেডলাইন’ বেঁধে দেন তিনি। এনিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কটাক্ষ, ডোনাল্ড ট্রাম্পের কাছে নতিস্বীকার করে ডেডলাইনের মধ্যেই চুক্তি করবেন মোদি। ২ এপ্রিল একাধিক দেশের ওপর রেসিপ্রোক্যাল ট্যারিফ বা পাল্টা শুল্ক চাপিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট এব্যাপারে ভারতকেও নিশানা করেন। তিনি দাবি করেন, ‘আমেরিকার শুল্ক ছাড়ের সবচেয়ে বেশি অনৈতিক সুবিধা নেয় ভারত’। তারপরেই ভারতের ওপর ২৬ শতাংশ শুল্ক চাপায় আমেরিকা। তবে ৯ জুলাই পর্যন্ত সিদ্ধান্ত স্থগিত রাখে হোয়াইট হাউস। ট্রাম্পের সেই ডেডলাইনের বাকি আর মাত্র তিন দিন। ইতিমধ্যেই চুক্তি নিয়ে আলোচনার জন্য আমেরিকায় গিয়েছিলেন ভারতীয়রা। বুধবার তাঁরা দেশে ফিরে এসেছেন। যদিও নির্দিষ্ট সময়সীমার আগেই দ্বিপাক্ষিক চুক্তি হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে। এরইমধ্যে  নয়াদিল্লি-ওয়াশিংটন বাণিজ্যচুক্তির প্রসঙ্গে দিল্লির একটি বাণিজ্য সম্মেলনে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, ‘ডেডলাইন মেনে কোনও বাণিজ্যচুক্তিতে কখনও সম্মত হবে না ভারত। আমরা তখনই চুক্তি করব যখন তা দু’পক্ষের কাছেই বা ভারতের জন্য লাভজনক হবে।’ বাণিজ্যমন্ত্রীর এই দাবিকেই কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা। 

রাশিফল