দিনভর তিস্তার চরে দাপাল ৫০টি হাতির পাল, আতঙ্ক
শুক্রবার দিনভর তিস্তার চরে দাপাল ৫০টিরও বেশি হাতির পাল। বুনোর দলটিকে জঙ্গলে ফেরত পাঠাতে আপ্রাণ চেষ্টা চালায় বনদপ্তরের তিনটি টিম।

বর্তমান ওয়েবডেস্ক
মে ১৭, ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি ও সংবাদদাতা, রাজগঞ্জ: শুক্রবার দিনভর তিস্তার চরে দাপাল ৫০টিরও বেশি হাতির পাল। বুনোর দলটিকে জঙ্গলে ফেরত পাঠাতে আপ্রাণ চেষ্টা চালায় বনদপ্তরের তিনটি টিম। যদিও রাত পর্যন্ত হাতির দলটিকে পুরোপুরি জঙ্গলে ফেরত পাঠানো সম্ভব হয়নি বলে বনদপ্তর সূত্রে খবর।
এদিকে, হাতির পাল এদিন বড়সড় কোনও ক্ষয়ক্ষতি না করলেও তিস্তার চর এলাকার বেশকিছুটা ভুট্টা ও বাদাম খেত নষ্ট করেছে। দু’দিন আগেই গজলডোবা তিস্তা ক্যানেল সংলগ্ন খটখটি মোড় এলাকায় হাতির হামলায় এক যুবকের মৃত্যু হয়। ওই ঘটনার রেশ না কাটতেই এলাকায় ফের হাতির দলের দাপাদাপি ঘিরে আতঙ্কিত স্থানীয়রা।
বনদপ্তর সূত্রে খবর, বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে এদিন ভোরে হাতির দলটি বেরিয়ে আসে। তিস্তার চরে ফসলের খেত মাড়িয়ে দফারফা করে দেয়। পালে কয়েকটি শাবকও রয়েছে। বৈকুণ্ঠপুরের ডিএফও এম রাজা বলেন, এই মুহূর্তে বৈকুণ্ঠপুর জঙ্গলে প্রায় দেড়শো হাতি রয়েছে। এখন তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময়। এদিন জঙ্গল থেকে বেরিয়ে গজলডোবার টাকিমারি চর এলাকায় ২৫টির মতো হাতি দাঁড়িয়ে পড়ে। তারা যাতে কোনওভাবে লোকালয়ে ঢুকে ক্ষতি করতে না পারে, সেজন্য বনদপ্তরের তিনটি টিম ঘটনাস্থলে রয়েছে। তেমন কোনও ক্ষতি হয়নি।
যদিও এলাকার বাসিন্দাদের দাবি, সকালে একটি হাতির পাল ফসলের খেতের উপর দিয়ে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে যায়। ওই দলে প্রায় ৪০টি হাতি ছিল। পরে আবার একটি দল জঙ্গলের বাইরে বেরিয়ে আসে। ওই দলে ২৫টির মতো হাতি রয়েছে। হাতির দলটিকে গ্রামবাসীরা যাতে বিরক্ত না করেন, বনদপ্তরের তরফে সেই আর্জি রাখা হয়।
কীভাবে তিস্তার চরের বাসিন্দাদের সুরক্ষিত রেখে হাতির দলটিকে জঙ্গলে ফেরত পাঠানো যায়, তা নিয়ে এদিন বনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। তিনি বলেন, বনদপ্তর হাতির দলটিকে জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা করছে। গ্রামবাসীদের বলা হয়েছে, তাঁরা যেন হাতিদের বিরক্ত না করেন। সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটতে পারে।
টাকিমারির বীরেন বস্তিতে হাতির দল ডেরা বেঁধেছে, এই খবর চাউর হতেই ভিড় জমে যায়। উৎসাহী বাসিন্দারা হাতির পালের ছবি ও ভিডিও মোবাইলে ক্যামেরা বন্দি করেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
টাকিমারি এলাকায় তিস্তা চরের বাসিন্দা আনন্দ রায়, উত্তম রায়, দুলাল রায় বলেন, শুক্রবার সকাল থেকে প্রচুর হাতি দল বেঁধে বীরেন বস্তি এলাকায় দাপিয়ে বেরিয়েছে। চরে চাষ করা ভুট্টা খেত, বাদাম খেত তছনছ করেছে হাতির পাল। নিজস্ব চিত্র
related_post
রাশিফল
-
আজকের রাশিফল
- post_by Admin
- জুন 19, 2025
অমৃত কথা
-
জগৎ
- post_by বর্তমান
- জুন 19, 2025
আজকের দিনে
-
ইতিহাসে আজকের দিন
- post_by Admin
- জুন 19, 2025
এখনকার দর
-
রুপোর দাম
- post_by Admin
- জুন 19, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুন 19, 2025
-
ইউরো
- post_by Admin
- জুন 19, 2025
-
ডলার
- post_by Admin
- জুন 19, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুন 19, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুন 19, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুন 19, 2025