হাফিজ সইদদের ভারতের হাতে তুলে দিলেই সমস্যা মিটবে, বার্তা পাকিস্তানকে
জঙ্গি নিকেশ অভিযানে পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং পাক ভূখণ্ডে হামলা করেছে ভারত। ‘অপারেশন সিন্দুর’ এখনও শেষ হয়নি।

বর্তমান ওয়েবডেস্ক
মে ২১, ২০২৫
নয়াদিল্লি: জঙ্গি নিকেশ অভিযানে পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং পাক ভূখণ্ডে হামলা করেছে ভারত। ‘অপারেশন সিন্দুর’ এখনও শেষ হয়নি। সাময়িক স্থগিত রাখা হয়েছে মাত্র। সোমবার এই মন্তব্য করেছেন ইজরায়েলে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত জে পি সিং। তাঁর সাফ বার্তা, হাফিজ সইদ, সাজিদ মির এবং জাকিউর রহমান লকভির মতো পাকিস্তানি জঙ্গিদের ভারতের হাতে তুলে দিলেই, সব সমস্যা মিটে যাবে। আমেরিকা যেভাবে মুম্বই হামলার মূল চক্রী তাহাউর হুসেন রানাকে ভারতের হাতে প্রত্যর্পণ করেছে, পাকিস্তানেরও এই জঙ্গিদের ভারতের হাতে তুলে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন এই কূটনীতিক।
কোন পরিস্থিতিতে অপারেশন সিন্দুরের মতো অভিযান করতে হল, তাও তুলে ধরেছেন জে পি সিং। ইজরায়েলি টিভি চ্যানেল আই২৪-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ২২ এপ্রিল ধর্মীয় পরিচয় জেনে ২৬ জনকে খুন করেছিল জঙ্গিরা। এর প্রেক্ষিতেই শুরু হয়েছিল অপারেশন সিন্দুর। তাঁর কথায়, ‘ভারত কেবল জঙ্গি ঘাঁটি এবং জঙ্গি পরিকাঠামোগুলিতেই আঘাত করেছে। অন্যদিকে ভারতের সেনাঘাঁটি এবং বসতি লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান।’ তবে এতকিছুর পরেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ভারত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যে আক্রমণাত্মক নীতি নিয়েছে, তাই এখন ‘নিউ নর্মাল’। রাষ্ট্রদূত জে পি সিং-এর কথায়, ‘জঙ্গিদের অস্তিত্ব দেখলেই আমরা হামলা চালাব। তাদের পরিকাঠামো ভেঙে দেব।’
পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক লড়াইয়ে ভারত অনেক সুবিধাজনক অবস্থায় ছিল। এই অবস্থায় সংঘর্ষবিরতি ঘোষণায় অনেকে স্তম্ভিত হয়ে যায়। কোন পরিস্থিতিতে সংঘর্ষবিরতিতে সায় দিতে হয়েছিল, তা নিয়ে এখনও সংশয় রয়ে গিয়েছে। জে পি সিং অবশ্য বলেছেন, ২০ মে পাকিস্তানের নূর খান সেনাঘাঁটিতে হামলাই আসলে ‘গেম চেঞ্জার।’ এরপরেই আতঙ্কের চোরা স্রোত বয়ে যায় ইসলামাবাদের। সংঘর্ষবিরতি চেয়ে ভারতীয় কর্তৃপক্ষকে ফোন করেন পাকিস্তানের ডিজিএমও। তাতে সায় দেয় দিল্লি।
পহেলগাঁও হামলার পরেই পাকিস্তানের সঙ্গে সিন্ধুর জল বণ্টন চুক্তি স্থগিত করে ভারত। এটাকে ‘অ্যাক্ট অব ওয়ার’ তকমা দেয় পাকিস্তান। জে পি সিং বলেন, বন্ধুত্ব, সুনামের মতো বিষয়কে কখনও মর্যাদা দেয়নি পাকিস্তান। তাঁর কথায়, ‘পাকিস্তানকে ভারত জল দিয়েছে। পরিবর্তে ওরা ভারতে জঙ্গি পাঠিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী স্পষ্টই জানিয়েছেন জল এবং রক্ত একসঙ্গে বইতে পারে না।’
related_post
রাশিফল
-
আজকের রাশিফল
- post_by Admin
- জুন 19, 2025
অমৃত কথা
-
জগৎ
- post_by বর্তমান
- জুন 19, 2025
আজকের দিনে
-
ইতিহাসে আজকের দিন
- post_by Admin
- জুন 19, 2025
এখনকার দর
-
রুপোর দাম
- post_by Admin
- জুন 19, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুন 19, 2025
-
ইউরো
- post_by Admin
- জুন 19, 2025
-
ডলার
- post_by Admin
- জুন 19, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুন 19, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুন 19, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুন 19, 2025