কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে স্নাতকে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু আজ
স্নাতকে ভর্তির কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল আজ, বুধবার থেকে। মঙ্গলবার দুপুর ২টোয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিকাশ ভবনে এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বর্তমান ওয়েবডেস্ক
জুন ১৮, ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্নাতকে ভর্তির কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল আজ, বুধবার থেকে। মঙ্গলবার দুপুর ২টোয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিকাশ ভবনে এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জানা গিয়েছে, গত বছরের মতোই প্রায় সাড়ে ৯ লক্ষ আসনে ভর্তি প্রক্রিয়া চলবে। https://wbcap.in-এ লগইন করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরির পর তার সাহায্যে আবেদন জানাতে পারবেন ছাত্রছাত্রীরা।
এ বছর অনেক বেশি সংখ্যক আসন ফাঁকা থাকার কথা। কারণ, উচ্চ মাধ্যমিকে এবছর উত্তীর্ণ (রেগুলার) ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ৪ লক্ষ ৩০ হাজার। অন্যান্য বছরের তুলনায় যা কয়েক লক্ষ কম। এর সঙ্গে আইএসসি এবং সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণদের ধরলে আরও প্রায় ৬৫ হাজার ছাত্রছাত্রী বাড়ে। এই প্রায় পাঁচ লক্ষের মধ্যে অন্তত এক লক্ষ পড়ুয়া ডিগ্রি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য পেশামুখী কোর্সে চলে যাবেন। ফলে প্রায় সাড়ে পাঁচ লক্ষ আসন ফাঁকা থেকে যাওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। আসন ফাঁকা থাকা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী অবশ্য জানান, সিট র্যাশনালাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে চাহিদা থাকা কোর্স এবং কলেজে যেমন আসন বাড়ানো হবে, তেমনই কম চাহিদা থাকলে সেখানে কমানো হবে আসন। এখন বিভিন্ন ক্ষেত্রের উচ্চশিক্ষায় সুযোগ অনেক বেড়েছে। বেড়েছে চিরাচরিত ডিগ্রি কোর্সের আসন সংখ্যাও। তার জন্যই এই পরিস্থিতি বলে মনে করেন শিক্ষামন্ত্রী। প্রসঙ্গত, ৪৬০টি কলেজ এই ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। সর্বোচ্চ ২৫টি কলেজের ২৫টি কোর্স বেছে নিতে পারবেন পড়ুয়ারা।
পোর্টালে একটি চ্যাটবট ইনস্টল করে রাখা হয়েছে। নাম ‘বীণা’। ৩০টি টেলিলাইন বিশিষ্ট হেল্পলাইন নম্বর ১৮০০১০২৮০১৪ চালু থাকবে। [email protected] ইমেল আইডিতে মেল করেও সমস্যার কথা জানানো যাবে। তিনটি পৃথক পেমেন্ট গেটওয়ে রাখা হয়েছে। ভর্তির টাকা অনলাইন পেমেন্টে যে চার্জ লাগবে, সেই ব্যয়ভার বহন করবে সরকারই।
related_post
অমৃত কথা
-
অভাব
- post_by বর্তমান
- জুলাই 20, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 17, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 17, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 17, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 20, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 20, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 18, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 18, 2025