দাম একদিনে ২২০০ টাকা বেড়ে নতুন রেকর্ড সোনার
ফের নতুন রেকর্ড গড়ল সোনার দর। মঙ্গলবার শহরে ২৪ ক্যারেট বিশুদ্ধতার খুচরো সোনার ১০ গ্রামের দর পৌঁছায় ৯৯ হাজার ৫০০ টাকায়।

বর্তমান ওয়েবডেস্ক
এপ্রিল ২৩, ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের নতুন রেকর্ড গড়ল সোনার দর। মঙ্গলবার শহরে ২৪ ক্যারেট বিশুদ্ধতার খুচরো সোনার ১০ গ্রামের দর পৌঁছায় ৯৯ হাজার ৫০০ টাকায়। সোমবার বাজারে সোনার দর ছিল ৯৭ হাজার ৩০০ টাকা। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন এই তথ্য দিয়েছে। অর্থাৎ একদিনের তফাতে দর এক ধাক্কায় ২ হাজার ২০০ টাকা বেড়েছে। মঙ্গলবারের দরের উপর ৩ শতাংশ হারে জিএসটি যোগ করলে দাম পৌঁছবে ১ লক্ষ ২ হাজার ৪৮৫ টাকায়। গয়না সোনা, অর্থাৎ ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম এদিন পৌঁছে গিয়েছে ৮৯ হাজার ২৫০ টাকায়। এদিন দিল্লিতে ১০ গ্রাম সোনার সর্বোচ্চ দর যায় ১ লক্ষ ১ হাজার ৬০০ টাকা। এর উপরও ৩ শতাংশ হারে জিএসটি আরোপিত হবে। সোনার পাশাপাশি বাড়ছে রুপোর দামও। মঙ্গলবার কলকাতায় এক কিলো খুচরো রুপোর দাম ছিল ৯৬ হাজার ৪০০ টাকা।
সোনার দাম যেভাবে বাড়ছে, তাতে ক্রেতাদের পাশাপাশি চিন্তায় রয়েছেন বিক্রেতারাও। বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সাধারণ সম্পাদক টগরচন্দ্র পোদ্দার বলেন, সোনার দাম যেভাবে প্রতিদিন চড়ছে, তাতে ছোট দোকানগুলির ঝাঁপ বন্ধ এখন সময়ের অপেক্ষা। কারণ, সাধারণত ক্রেতারা যেদিন গয়নার জন্য বরাত দিয়ে যান, সেদিন সোনার দাম যা হয়, সেই দামেই গয়না ডেলিভারি দেওয়া হয়। এদিকে বরাত দেওয়ার সময় ক্রেতারা গয়নার দামের একটা অংশ অগ্রিম বাবদ দিয়ে যান। বাকি সোনা যখন বিক্রেতা বাজার থেকে কেনেন, তখন তার দাম অনেক বেড়ে যায়। ছোট দোকানগুলিতে পুঁজি কম থাকায়, তাঁরা আর্থিক সঙ্কটে পড়েন। টগরবাবু বলেন, আমরা সমিতির তরফে সিদ্ধান্ত নিতে চলেছি, ক্রেতা যে টাকা অগ্রিম বাবদ দেবেন, সেই দিনের সোনার দর অনুযায়ী সেইটুকু সোনা তাঁর নামে বুকিং হবে। এরপর গয়না যেদিন ডেলিভারি হবে, বাদবাকি সোনার দাম সেদিনের দরের উপর হিসেব করা হবে। এতে ক্রেতা-বিক্রেতা উভয়ই বাঁচবেন। আবার ডেলিভারির সময় সোনার দাম কমলে, সেই সুবিধাও দেওয়া হবে ক্রেতাদের।
related_post
অমৃত কথা
-
‘বিবেকচূড়ামণি’
- post_by বর্তমান
- জুলাই 19, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 17, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 17, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 17, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 18, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 18, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 18, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 18, 2025