শনিবার, 14 জুন 2025
Logo
  • শনিবার, ১৪ জুন ২০২৫

১০ দিনে সোনার দাম কমল ৫ হাজার

১০ দিনে প্রায় পাঁচ হাজার টাকা দাম কমল সোনার। গত ২২ এপ্রিল কলকাতায় ২৪ ক্যারেট বিশুদ্ধতার ১০ গ্রাম সোনার দাম ছিল ৯৯ হাজার ৫০০ টাকা। 

১০ দিনে সোনার দাম কমল ৫ হাজার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১০ দিনে প্রায় পাঁচ হাজার টাকা দাম কমল সোনার। গত ২২ এপ্রিল কলকাতায় ২৪ ক্যারেট বিশুদ্ধতার ১০ গ্রাম সোনার দাম ছিল ৯৯ হাজার ৫০০ টাকা। সেটাই ছিল সাম্প্রতিককালে সোনার সর্বোচ্চ দামের রেকর্ড। মে দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার সোনার পাইকারি বাজার বন্ধ থাকার পর, ২ মে, শুক্রবার সেই সোনার দাম দাঁড়াল ৯৪ হাজার ৪০০ টাকা। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন এই তথ্য দিয়েছে। গয়না সোনা, অর্থাৎ ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম এদিন গিয়েছে ৮৯ হাজার ৭০০ টাকা। বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকা ও চীনের মধ্যে যে শুল্ক যুদ্ধ চরমে উঠেছিল, তা কিছুটা থিতিয়েছে। তার ফলে লগ্নিকারীদের মধ্যে ঝুঁকিপূর্ণ ক্ষেত্রেও লগ্নির জন্য আত্মবিশ্বাস ফিরছে। তাই লগ্নিকারীদের একটা অংশ সোনা ছেড়ে অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ বাড়াচ্ছেন। ফলে সোনার চাহিদা সামান্য কমায় দামের ক্ষেত্রে তার সদর্থক প্রভাব পড়ছে বাজারে। তবে বিশ্বে বিগত কয়েক মাস ধরে যে সামগ্রিক অস্থিরতা চলছে, সেই পরিস্থিতির খুব একটা বদল হয়নি। তাই সোনার দাম সাময়িকভাবে নীচের দিকে থাকছে বলে আগামী দিনেও দামের পতন জারি থাকবে—এমনটা মনে করছেন না বিশেষজ্ঞরা। তাঁদের মতে, সোনার দামের এই দোলাচল আপাতত চলবে।