সোমবার, 23 জুন 2025
Logo
  • সোমবার, ২৩ জুন ২০২৫

হাড়ে ছড়িয়ে পড়েছে রোগ! ক্যান্সার আক্রান্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

মারণ রোগে আক্রান্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রটেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি। এমনকি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের হাড়ে হাড়ে ছড়িয়ে পড়েছে এই রোগ।

হাড়ে ছড়িয়ে পড়েছে রোগ! ক্যান্সার আক্রান্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

ওয়াশিংটন: মারণ রোগে আক্রান্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রটেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি। এমনকি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের হাড়ে হাড়ে ছড়িয়ে পড়েছে এই রোগ। ফলে বিষয়টি নিয়ে ঘোরতর চিন্তায় পড়েছেন তাঁর দলের সমর্থকেরা।

রবিবার রাতে জো বাইডেনের কার্যালয় থেকে একটি বিবৃতি জারি করে এই তথ্য জানানো হয়েছে। জানা গিয়েছে, গত সপ্তাহ থেকেই বাইডেনের প্রস্রাবে সমস্যা হচ্ছিল। এরপর শুক্রবার তার সম্পূর্ণ শরীরের পরীক্ষা করা হলে জানা যায়, তিনি হাই গ্রেড ক্যান্সারে ভুগছেন। ডাক্তারদের রিপোর্ট অনুযায়ী, বাইডেনের বর্তমান অবস্থা হাড়ে মেটাস্ট্যাসিস অর্থাৎ হাড়ে ক্যান্সার ছড়িয়ে পড়েছে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দ্রুত এবং সঠিক চিকিৎসার মাধ্যমে এই রোগটি অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। বর্তমানে, বাইডেন এবং তার পরিবার ক্যান্সারের চিকিৎসার জন্য কোন পদ্ধতিটি সবচেয়ে ভালো হবে সে বিষয়ে ডাক্তারদের সঙ্গে পরামর্শ করছেন। তবে অনেকেই আশঙ্কা করতে শুরু করেছেন, বিষয়টিতে খুব বেশি দেরি হয়ে যায়নি তো?

অন্যদিকে, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আমি ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ‘জো বাইডেনের সাম্প্রতিক রোগনির্ণয়-সংক্রান্ত খবর শুনে গভীরভাবে মর্মাহত। তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করি’।