অকৃতকার্যরা পাবে দ্বাদশে ওঠার সুযোগ, দ্বিতীয় সেমেস্টারেও সাপ্লিমেন্টারি পরীক্ষা চালুর বিজ্ঞপ্তি দিল সংসদ
একাদশ শ্রেণির দ্বিতীয় সেমেস্টার পরীক্ষায় অকৃতকার্য হয়ে দ্বাদশে উঠতে ব্যর্থ ছাত্রছাত্রীদের জন্য এল সুখবর। দ্বাদশ শ্রেণিতে উঠতে আরও একটি সুযোগ পাবে তারা।

বর্তমান ওয়েবডেস্ক
জুন ২১, ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একাদশ শ্রেণির দ্বিতীয় সেমেস্টার পরীক্ষায় অকৃতকার্য হয়ে দ্বাদশে উঠতে ব্যর্থ ছাত্রছাত্রীদের জন্য এল সুখবর। দ্বাদশ শ্রেণিতে উঠতে আরও একটি সুযোগ পাবে তারা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দ্বিতীয় সেমেস্টারের অকৃতকার্য পরীক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার নিয়ম চালু করল। এর জন্য সংসদ তাদের পরীক্ষা বিধিতে প্রয়োজনীয় বদল এনে শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়ম অনুযায়ী, ফলপ্রকাশের এক মাসের মধ্যেই এই পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে। তবে এ বছরের ক্ষেত্রে সেই এক মাসের নিয়ম অবশ্য কার্যকর হচ্ছে না। যত দ্রুত সম্ভব পরীক্ষা গ্রহণের কথা বলা হয়েছে স্কুলগুলিকে। এতে উত্তীর্ণ হলে দ্বাদশ শ্রেণিতে উঠতে আর কোনও বাধা থাকবে না।
সংসদ এতদিন প্রথম এবং তৃতীয় সেমেস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ রেখেছিল। এই দুই পরীক্ষায় অকৃতকার্যরা যথাক্রমে দ্বিতীয় এবং চতুর্থ সেমেস্টারের পরীক্ষার সঙ্গেই সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসার সুযোগ পাবে, এমনটাই বলা ছিল। তবে দ্বিতীয় সেমেস্টারের অকৃতকার্যদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষা চালুর দাবি দীর্ঘদিন ধরেই উঠছিল। অবশেষে তা মেনে নিল সংসদ। তবে প্রথম এবং দ্বিতীয় সেমেস্টারে ফেল করলে বা সাপ্লিমেন্টারিতেও উত্তীর্ণ হতে না পারলে শুরু থেকেই একাদশ শ্রেণিতে ভর্তি হতে হবে ছাত্রছাত্রীদের। শিক্ষকদের একাংশ এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও এতদিন বাদে কেন এই সুযোগ দেওয়া হল, সেই প্রশ্ন উঠছে। সেপ্টেম্বরে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের পরীক্ষা। তার জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগও কম থাকছে অপেক্ষাকৃত দুর্বল এই ছাত্রছাত্রীদের জন্য।
অন্যদিকে, মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিকের টেস্ট বা দশম শ্রেণির তৃতীয় সামেটিভ মূল্যায়নের সময় ১৮ দিন এগিয়ে এনেছে। এ বছর ৩ থেকে ১৩ নভেম্বরের মধ্যে এই পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে স্কুলগুলিকে। গত বছর তা ছিল ২১ থেকে ৩০ নভেম্বর। শিক্ষকদের বক্তব্য, এতে দশমের সিলেবাস শেষ করা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। মাধ্যমিক মাত্র আট দিন এগিয়ে এসেছে। তার সঙ্গেই সামঞ্জস্য রাখলে ভালো হতো। পাশাপাশি, ষষ্ঠ থেকে নবম শ্রেণির দ্বিতীয় সামেটিভ ১ থেকে ৮ আগস্টের মধ্যে এবং তৃতীয় সামেটিভ (আগে যা বার্ষিক পরীক্ষা ছিল) ১ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে নিতে বলা হয়েছে। প্রতিটি স্কুলকে নিজেদের প্রশ্নপত্র তৈরি করতে হবে। প্রশ্নপত্রের উপরে স্কুলের নাম লেখার কড়া নির্দেশ দিয়েছে পর্ষদ। এর অর্থ, বাইরে থেকে কোনওভাবেই রেডিমেড প্রশ্নপত্র কিনতে পারবে না স্কুলগুলি।
related_post
অমৃত কথা
-
‘বিবেকচূড়ামণি’
- post_by বর্তমান
- জুলাই 19, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 17, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 17, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 17, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 18, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 18, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 18, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 18, 2025