রবিবার, 20 জুলাই 2025
Logo
  • রবিবার, ২০ জুলাই ২০২৫

সরকারি বাংলো আটকে রেখেছেন চন্দ্রচূড়, কেন্দ্রকে নালিশ সুপ্রিম কোর্টের

আইন ভঙ্গের অভিযোগ উঠল খোদ দেশের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে। অভিযোগ, অবসরের সাত মাস পরেও সরকারি বাসভবন খালি করেননি তিনি। যা বেআইনি।

সরকারি বাংলো আটকে রেখেছেন চন্দ্রচূড়, কেন্দ্রকে নালিশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: আইন ভঙ্গের অভিযোগ উঠল খোদ দেশের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে। অভিযোগ, অবসরের সাত মাস পরেও সরকারি বাসভবন খালি করেননি তিনি। যা বেআইনি। এনিয়ে নালিশ জানিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসনের তরফে। অবিলম্বে ওই বাংলো খালি করতে সরকারের পদক্ষেপ প্রার্থনা করা হয়েছে  চিঠিতে। পাশাপাশি বাংলোটি যাতে বর্তমান বিচারপতিদের বরাদ্দ করা যায়, সেই ব্যবস্থাও করতে বলেছে দেশের সর্বোচ্চ আদালতের প্রশাসন।
সুপ্রিম কোর্টে মোট ৩৪ জন বিচারপতি থাকার কথা। তার মধ্যে বর্তমানে একটি আসন শূ্ন্য। প্রধান বিচারপতি বি আর গাভাই-সহ মোট বিচারপতির সংখ্যা ৩৩। খবরে প্রকাশ, এর মধ্যে চারজন বিচারপতিকে এখনও পর্যন্ত কোনও বাড়ি বরাদ্দ করা যায়নি। ফলে তিন জন বিচারপতি আদালতের ট্রানজিট অ্যাপার্টমেন্টে রয়েছেন। একজন রয়েছেন রাজ্যের অতিথিশালায়। দেশের প্রধান বিচারপতির জন্য বরাদ্দ হয় রাজধানীর কৃষ্ণ মেনন মার্গের একটি বাংলো। সেটি অবিলম্বে প্রয়োজন বলে মত সুপ্রিম কোর্ট প্রশাসনের। অথচ প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড় বাংলো খালি না করায় তা সম্ভব হচ্ছে না।
২০২৪ সালের ১০ নভেম্বর ভারতের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেন চন্দ্রচূড়। সরকারি নিয়ম অনুযায়ী, পদে থাকাকালীন একজন প্রধান বিচারপতির টাইপ-৮ বাংলো প্রাপ্য। অবসর গ্রহণের পর তাঁর জন্য বরাদ্দ হয় টাইপ-৭ বাংলো। বিনা ভাড়ায় সেখানে ছ’মাস পর্যন্ত থাকতে পারেন তিনি। কিন্তু অবসর গ্রহণের পর ছ’মাসের বেশি সময় কেটে যাওয়ার পরেও চন্দ্রচূড় তাঁর টাইপ-৮ বাংলোটি ছাড়েননি বলে অভিযোগ। চন্দ্রচূড়ের উত্তরসূরী তথা প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সরকারি বাংলো নেননি। এমনকী বর্তমান প্রধান বিচারপতি গাভাইও সেই পথেই হেঁটেছেন। যে কারণে এটি সম্ভব হয়েছে প্রাক্তন  প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের পক্ষে। কিন্তু এখন বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

রাশিফল