শুক্রবার, 11 জুলাই 2025
Logo
  • শুক্রবার, ১১ জুলাই ২০২৫

হার দিয়েই টেস্ট অধিনায়কত্ব শুরু শুভমানের, ভারতের হতশ্রী বোলিংয়ের ফায়দা নিল ইংল্যান্ড

জঘন্য বোলিং, হতশ্রী ফিল্ডিং! ঋষভের জোড়া শতরান গেল বিফলে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেই ব্যর্থ ভারত। হার দিয়েই নিজের টেস্টে অধিনায়কত্ব শুরু করলেন শুভমান গিল।

হার দিয়েই টেস্ট অধিনায়কত্ব শুরু শুভমানের, ভারতের হতশ্রী বোলিংয়ের ফায়দা নিল ইংল্যান্ড

লিডস: জঘন্য বোলিং, হতশ্রী ফিল্ডিং! ঋষভের জোড়া শতরান গেল বিফলে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেই ব্যর্থ ভারত। হার দিয়েই নিজের টেস্টে অধিনায়কত্ব শুরু করলেন শুভমান গিল।

লিডস টেস্টে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। প্রথম ইনিংসে ভারত দুরন্ত ব্যাটিং করে। জয়সওয়াল, অধিনায়ক শুভমান গিল, ঋষভ পন্থ এমনকী লোকেশ রাহুলও। প্রথম ইনিংসে তাঁদের কাঁধে ভর করেই ভারত পৌঁছেছিল ৪৭১ রানে। জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত ব্যাটিং করে ইংল্যান্ডও। বুমরাহ ছাড়া ব্যর্থ ভারতীয় বোলিং। দ্বিতীয় ইনিংসে মাত্র ৬ রানের লিড নিয়ে ব্যাট করতে নামে ভারত। 

দ্বিতীয় ইনিংসেই দাপট দেখান ইংল্যান্ডের বোলাররা। দ্রুত ড্রেসিং রুমে ফেরেন শুভমান, জয়সওয়াল। মনে হচ্ছিল বেন স্টোকসদের কাছে আত্মসমর্পণ করবেন গম্ভীরের ছেলেরা। কিন্তু হাল ধরেন লোকেশ রাহুল ও পন্থ। দু’জনেই সেঞ্চুরি করে ইংল্যান্ডকে ৩৭০ রানের টার্গেট দেন। পঞ্চম দিনে এসে এই রান করা সহজ ছিল না। কিন্তু সেই ভারতের হতশ্রী বোলিং ইংল্যান্ডেকে জয়ের দিকেই এগিয়ে দিল। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে ১৪৯ রান করেন বেন ডাকেট ও হাফসেঞ্চুরি করেন জ্যাক ক্রলি। শেষে জো রুটের  ৫৩ রান জয় এনে দেয় ইংল্যান্ডকে।

রাশিফল