শুক্রবার, 11 জুলাই 2025
Logo
  • শুক্রবার, ১১ জুলাই ২০২৫

‘শ্যামা’র ভূমিকায় ডোনা

মঞ্চে প্রথমবার রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শ্যামা’ নৃত্যনাট্য নিয়ে হাজির হলেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। সম্প্রতি রবীন্দ্র সদনে গাঙ্গুলি গ্রপ আয়োজিত এক অনুষ্ঠানে নিজস্ব প্রতিষ্ঠান ‘দীক্ষা মঞ্জরি’র শিল্পীদের নিয়ে পারফর্ম করেন ডোনা।

‘শ্যামা’র  ভূমিকায় ডোনা

মঞ্চে প্রথমবার রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শ্যামা’ নৃত্যনাট্য নিয়ে হাজির হলেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। সম্প্রতি রবীন্দ্র সদনে গাঙ্গুলি গ্রপ আয়োজিত এক অনুষ্ঠানে নিজস্ব প্রতিষ্ঠান ‘দীক্ষা মঞ্জরি’র শিল্পীদের নিয়ে পারফর্ম করেন ডোনা। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন অপর্ণা সেন, বিশিষ্ট মৃৎশিল্পী পদ্মশ্রী সনাতন রূদ্র পাল সহ আরও অনেকে। ওই অনুষ্ঠানের প্রথম ভাগে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন শিল্পী সাহানা বক্সি, সৌমী ভট্টাচার্য, অদিতি গুপ্ত। নিবেদিত হয় ‘আমাদের রবীন্দ্রনাথ’। এরপর মঞ্চে ‘শ্যামা’র ভূমিকায় ডোনা নজর কাড়েন। সঙ্গীত পরিচালনায় ছিলেন ‘দক্ষিণায়ণ ইউকে’-এর ডাঃ আনন্দ গুপ্ত। 

রাশিফল