ভলভো বাসে দীঘা, যাত্রা শুরু ২৮ মে, টিকিটে ২৫ শতাংশ ছাড়
উত্তরবঙ্গ থেকে দীঘাগামী ছ’টি এসি ভলভো বাসের অনলাইন বুকিং চালু হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি সফরে এসে উত্তরবঙ্গ থেকে যাতে দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির দর্শন করতে সকলেই সহজে যেতে পারেন তারজন্য বাস চলাচলের ঘোষণা করেন।

বর্তমান ওয়েবডেস্ক
মে ২৩, ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: উত্তরবঙ্গ থেকে দীঘাগামী ছ’টি এসি ভলভো বাসের অনলাইন বুকিং চালু হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি সফরে এসে উত্তরবঙ্গ থেকে যাতে দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির দর্শন করতে সকলেই সহজে যেতে পারেন তারজন্য বাস চলাচলের ঘোষণা করেন। উদ্বোধন উপলক্ষ্যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম আগামী ১৫ জুন পর্যন্ত বাসগুলির ভাড়ার ক্ষেত্রে ২৫ শতাংশ ছাড় ঘোষণা করেছে। এই রুটের প্রথম বাস ২৮ মে জলপাইগুড়ি থেকে ছাড়বে। এরপর ২৯ মে শিলিগুড়ি, ৩০ মে কোচবিহার ও রায়গঞ্জ এবং ৩১ মে আলিপুরদুয়ার ও মালদহ থেকে বাস দীঘার উদ্দেশ্যে রওনা হবে।
বৃহস্পতিবার নিগমের প্রধান দপ্তর কোচবিহারের পরিবহণ ভবনে সাংবাদিক সম্মেলন করেন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই। পার্থপ্রতিমবাবু বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ছ’টি এসি ভলভো বাস দিয়েছেন। আগামী সপ্তাহ থেকে বাসগুলি দীঘার উদ্দেশ্যে যাত্রী পরিষেবা শুরু করবে। সপ্তাহে দু’দিন করে জেলাগুলি থেকে বাস ছাড়বে। ১০ কোটি টাকা ব্যয়ে বাসগুলি কিনেছে রাজ্য সরকার। ৪৫ আসন বিশিষ্ট বাসগুলি ভিডিও কোচ যুক্ত। অত্যাধুনিক এই ভলভো বাসে মোবাইল ফোন চার্জিং পয়েন্ট, প্যানিক বাটন, স্বংয়ক্রিয় অগ্নি নিরোধক ব্যবস্থা থাকছে।
নিগম জানিয়েছে, তাদের কোচবিহার, আলিপুরদুয়ার, ফালাকাটা, জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ মালদহ এবং এনবিএসটিসি’র দীঘার বাসস্ট্যান্ডের টিকিট কাউন্টার থেকে টিকিট কাটা করা যাবে। অনলাইনেও টিকিট বুকিং করা যাবে। বাসে চাপার পর যাত্রীদের পানীয় জলের বোতল ও কম্বল দেওয়া হবে। বাস কলকাতা হয়ে দীঘায় পৌঁছবে। ফলে উত্তরবঙ্গের যাত্রীরা সহজেই এই বাসে কলকাতা পর্যন্তও যেতে পারবেন। আবার দীঘা সহ দক্ষিণবঙ্গের যাত্রীরা এই এসি ভলভো বাসে চেপে উত্তরবঙ্গ ভ্রমণেও আসতে পারবেন। নির্ধারিত স্টপ থেকে যাত্রীরা বাসে উঠতে এবং নামতে পারবেন। দীর্ঘপথ হওয়ার কারণে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে নির্দিষ্ট দূরত্ব অন্তর খাওয়াদাওয়া ও স্টপের ব্যবস্থা করা হবে। প্রতিটি বাসে দু’জন করে চালক ও কন্ডাক্টর থাকবেন। আপাতত আউট সোর্সিংয়ের মাধ্যমে এই বাসগুলির কন্ডাক্টর নেওয়া হচ্ছে।
tags
related_post
রাশিফল
-
আজকের রাশিফল
- post_by Admin
- জুন 23, 2025
অমৃত কথা
-
সন্ন্যাসী
- post_by বর্তমান
- জুন 23, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুন 21, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুন 21, 2025
-
ডলার
- post_by Admin
- জুন 21, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুন 19, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুন 19, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুন 22, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুন 22, 2025