রবিবার, 20 জুলাই 2025
Logo
  • রবিবার, ২০ জুলাই ২০২৫

পুরনো গাড়িতে তেল ভরার উপর নিষেধাজ্ঞা তুলল দিল্লির সরকার

লক্ষ্য ছিল রাজধানীর দূষণে রাশ টানা। তাই ১০ বছরের পুরনো ডিজেল ও ১৫ বছরের পুরনো পেট্রল চালিত গাড়িতে জ্বালানি ভরার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল দিল্লির বিজেপি সরকার।

পুরনো গাড়িতে তেল ভরার উপর নিষেধাজ্ঞা তুলল দিল্লির সরকার

নয়াদিল্লি: লক্ষ্য ছিল রাজধানীর দূষণে রাশ টানা। তাই ১০ বছরের পুরনো ডিজেল ও ১৫ বছরের পুরনো পেট্রল চালিত গাড়িতে জ্বালানি ভরার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল দিল্লির বিজেপি সরকার। নয়া বিধির পোশাকি নাম এন্ড অব লাইফ বা ইওএল। কিন্তু, প্রশাসনের এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভপ্রকাশ করেন সাধারণ মানুষ। তাতেই বিপাকে পড়ে পিছু হটল রেখা গুপ্তা প্রশাসন। যদিও রাজ্য সরকারের সাফাই, প্রযুক্তিগত কারণেই সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে। দিল্লির পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা জানিয়েছেন, প্রযুক্তিগত বেশ কিছু সমস্যা রয়েছে। তার সঙ্গে গাড়ি বাতিলের গোটা ব্যবস্থাটাই বেশ জটিল। এই পরিস্থিতিতে ১০ বছরের পুরনো ডিজেল ও ১৫ বছরের পুরনো পেট্রলচালিত গাড়িতে জ্বালানি ভরার উপর নিষেধাজ্ঞা সম্ভব নয়। তাহলে দূষণ নিয়ন্ত্রণে সরকারের পরিকল্পনা কী? পরিবেশমন্ত্রীর জবাব, যাঁরা নিজেদের গাড়ি নিয়মিত রক্ষণাবেক্ষণ করেন এবং গাড়ি খুবই ভালো অবস্থায় রয়েছে, তাঁদের শাস্তি দেওয়ার কোনও ইচ্ছে নেই। বরং যথাযথ রক্ষণাবেক্ষণ হয় না, এমন গাড়িগুলিতেই চিহ্নিত করা হবে। তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ভাবনাচিন্তা চলছে।

রাশিফল