বুধবার, 25 জুন 2025
Logo
  • বুধবার, ২৫ জুন ২০২৫

প্রতিরক্ষা: ৫০ হাজার কোটি বাড়তি বরাদ্দ করছে মোদি সরকার

অপারেশন সিন্দুরে বুক কেঁপে গিয়েছে পাকিস্তানের। ভারতের প্রত্যাঘাতে মুখ থুবড়ে পড়েছিল তুরস্ক ও চীনের দেওয়া অস্ত্র। 

প্রতিরক্ষা: ৫০ হাজার কোটি বাড়তি বরাদ্দ করছে মোদি সরকার

নয়াদিল্লি: অপারেশন সিন্দুরে বুক কেঁপে গিয়েছে পাকিস্তানের। ভারতের প্রত্যাঘাতে মুখ থুবড়ে পড়েছিল তুরস্ক ও চীনের দেওয়া অস্ত্র। দেশকে সুরক্ষিত রাখতে এস-৪০০-এর মতো অত্যাধুনিক অস্ত্র কী ভূমিকা নিতে পারে, তার প্রমাণ ইতিমধ্যে মিলেছে। এই পরিস্থিতিতে দেশকে আরও শক্তিশালী করতে চাইছে মোদি সরকার। প্রতিরক্ষা খাতে বাড়তি ৫০ হাজার কোটি টাকা বরাদ্দ করতে চলেছে কেন্দ্র। যদিও এনিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে আগামী শীতকালীন অধিবেশনে অতিরিক্ত বরাদ্দের অনুমোদন দেওয়া হতে পারে। 
বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতায় আসার পর প্রতিরক্ষা খাতে বরাদ্দ তিনগুণ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালের বাজেটে প্রতিরক্ষা খাতে ৬ লক্ষ ৮১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মূল বাজেটের ১৩ শতাংশ। ২০২৪ সালে বরাদ্দ হয়েছিল ৬ লক্ষ ২২ হাজার কোটি টাকা। নতুন করে ভারত-পাক সংঘাতের আবহে ৫০ হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করা হচ্ছে।
পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটি ধ্বংস করতে বিদেশ থেকে কেনা আধুনিক সমরাস্ত্রের পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্রের উপরও আস্থা রেখেছে ভারত। আবার পাক হামলা রুখতে কার্যকরী ভূমিকা নিয়েছে রাশিয়া থেকে কেনা এয়ার ডিফেন্স সিস্টেম এস-৪০০। যেটি ‘সুদর্শন চক্র’ নামে পরিচিত। গত ১২ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, অপারেশন সিন্দুর অভিযানে ভারতে তৈরি অস্ত্রগুলির উপর আস্থা বাড়িয়ে দিয়েছে। একবিংশ শতাব্দীর যুদ্ধে মেড ইন ইন্ডিয়া অস্ত্র কতটা কার্যকরী ভূমিকা নিতে পারে, গোটা বিশ্ব চাক্ষুষ করে নিয়েছে।